নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: বিরাট কোহলির উইকেট নেওয়ার পর জিমি অ্যান্ডারসনকে বহুবার অতি উৎসাহের সঙ্গে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ৷ সেই সেলিব্রেশনের কারণ সম্পর্কে প্রথবার মুখ খুললেন 40 বছরের ব্রিটিশ সিমার ৷ জানালেন, বিরাটের উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর অনেক আবেগ জড়িয়ে রয়েছে ৷ প্রসঙ্গত, চলতি ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে বিরাট কোহলিকে মোট 2 বার আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যেখানে ভারত অধিনায়কের উইকেট নেওয়ার পর তাঁকে অতিরিক্ত আনন্দিত হতে দেখা গিয়েছে ৷
লিডসের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন জিমি অ্যান্ডারসন ৷ যাঁদের মধ্যে বিরাট কোহলির উইকেটও ছিল ৷ প্রসঙ্গত, বাইশ গজে বিরাট কোহলি এবং জিমি অ্যান্ডারসনের মধ্যে কোনও বনিবনা নেই ৷ যা লর্ডসের দ্বিতীয় টেস্টে খুব ভাল করেই বোঝা গিয়েছিল ৷ যা নিয়ে অ্যান্ডারসন তাঁর একটি কলামে লিখেছেন, ‘‘যখন আমি লিডসের প্রথম ইনিংসে কোহলিকে আউট করি, সেই সময় আমি আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম ৷ যা ট্রেন্ট ব্রিজেও হয়েছিল ৷ আমি মনে করি ওঁর উইকেটের ক্ষেত্রে বিশেষ কিছু রয়েছে ৷ কারণ তিনি খুব ভাল খেলোয়াড় এবং ভারতের অধিনায়কও বটে ৷ আপনারা দেখেছেন, ওঁর দল উইকেট নিলে কতটা আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি ৷ তাই আমিও ওঁকে সেটা বোঝাতে চাই যে, ওঁর উইকেট কতটা আমার কাছে গুরুত্বপূর্ণ ৷’’