লন্ডন, 26 জানুয়ারি : ভারতীয় ক্রিকেট দলের চরিত্র বদলে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এমটাই মনে করেন প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ তাঁর কথায়, ভারতীয় দলের বর্তমান চরিত্র এখন ইস্পাতের মতো কঠিন ৷ যা মাঠের মধ্য়ে হোক বা বাইরে, কোনওরকম প্রতিকূল পরিস্থিতিতেই ভাঙার নয় ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় একাধিক সিনিয়র ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ৷ এমনকি অধিনায়ক বিরাট কোহলি অ্যাডিলেডে প্রথম টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন ৷ এমনকি সেই ম্য়াচে ভারত খুবই বাজে ভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৷ সেই পরিস্থিতিতে 2-1 ফলাফলে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেছে ৷
কঠিন পরিস্থিতিতে ম্যাচে জিতে ফেরা ভারতীয় দলের বিরুদ্ধে ইংল্য়ান্ড দলকে সাবধান করলেন নাসের হুসেন ৷ 5 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্য়ান্ড চার ম্য়াচের টেস্ট সিরিজ ৷ সেই সিরিজে ভারতীয় দলের তরুণ খেলোয়াড়দের যেন ইংল্য়ান্ড হালকাভাবে না নেয় সেই সাবধান বাণী শুনিয়েছেন নাসের ৷ ভারতীয় দল নিয়ে নাসের বলেন, ‘‘যেকোনও দল অস্ট্রেলিয়ায় গিয়ে 36 রানে অলআউট হওয়ার পর 1-0 পিছিয়ে পড়ে ৷ তারপর কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে যান ৷ এরপর নিজেদের বোলিং বিভাগ ভেঙে পড়ে ৷ সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এবং অস্ট্রেলিয়ার মাটিতে জিতে ফেরা ৷ এটা কোনও মজার বিষয় নয় ৷’’