দুবাই, 17 মার্চ : আইসিসি-র টি-20 ব়্যাঙ্কিংয়ে আবার প্রথম সারিতে উঠে এলেনে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজ়ে তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এই উন্নতি ৷ 744 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন বিরাট ৷ সেই সঙ্গে ওয়ান’ডের ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট ৷ ইংল্যান্ডে বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে 73 রান এবং 77 রানের ইনিংস খেলেন কোহলি ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে এই মুহূর্তে 1-2 ফলে পিছিয়ে রয়েছে ভারত ৷ তবে, ব্যক্তিগত পারফর্মেন্সের ক্ষেত্রে অন্যদেক থেকে অনেকটাই এগিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 73 ও 77 রানের ইনিংসে খেলেন তিনি ৷ আর এই দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কারও পেলেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠে 5 নম্বরে চেল এলেন তিনি ৷ অন্যদিকে, পরপর দুটি টি-20 ম্যাচে ব্যর্থ হওয়ায় এক ধাপ নেমে 4নং রয়েছেন কে এল রাহুল ৷ কোহলির পাশাপাশি টি-20 ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ৷ শ্রেয়স 32 ধাপ উঠে 31 নম্বরে রয়েছেন এবং ঋষভ 30 ধাপ উঠে এসে 80 নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন ৷