পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli on Centurion Test : সেঞ্চুরিয়নের জয় ভারতের অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ, মত বিরাটের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্ট জয়, বর্তমান ভারতীয় দলের চরিত্রকে বিশ্লেষণ করে (Virat Kohli on Centurion Test) ৷ ম্যাচ জিতে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই সঙ্গে তিনি মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশের যে কোনও মাঠে ম্যাচ জেতাই কঠিন (Victory at Centurion Testimony to Indias All-Round Performance) ৷

Victory at Centurion Testimony to Indias All-Round Performance
Victory at Centurion Testimony to Indias All-Round Performance

By

Published : Dec 31, 2021, 4:58 PM IST

সেঞ্চুরিয়ন, 31 ডিসেম্বর : একটি টেস্ট ম্যাচ জিততে ভারতীয় দল যে কোনও সুযোগকে লুফে নিতে প্রস্তুত ৷ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব বিভাগে ভারতের পারফরমেন্স সেটারই প্রমাণ ৷ আর ক্রিকেটের বড় ফরম্যাটে সেটা প্রমাণিত (Victory at Centurion Testimony to Indias All-Round Performance) ৷ ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ আর সেঞ্চুরিয়নে টেস্ট জয় নিয়ে কোহলির মত, দক্ষিণ আফ্রিকায় যে কোনও মাঠে টেস্ট ম্যাচ খেলা কঠিন ৷ আর সেঞ্চুরিয়ন সেই সব মাঠের মধ্যে সবচেয়ে কঠিন বলে মনে করেন কোহলি (Virat Kohli on Centurion Test) ৷

2021 সালে অস্ট্রেলিয়ায় দুর্দান্তভাবে শুরু করেছিল ভারত ৷ সিডনি টেস্ট ড্র করার পর ৷ অস্ট্রেলিয়ার দুর্গ ব্রিসবেনে চতুর্থ টেস্ট জেতে ভারত ৷ এবার বছরের শেষ টেস্টে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকাকে 113 রানে হারাল ভারত ৷ যেখানে ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও ম্যাচ জিতেছে ভারতীয় দল ৷ আর এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে ভারতের পেস বিভাগ ৷ প্রথম ইনিংসে মহম্মদ শামির 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে বুমরা ও শামির 3টি করে উইকেট ভারতের জয়কে অনেক সহজ করে দেয় ৷ আর তাঁদের পারফরমেন্সের জোরেই প্রথম ইনিংসে ভারত 130 রানের লিড নিয়েছিল ৷

আরও পড়ুন : Quinton de Kock Test retirement : সেঞ্চুরিয়নে পরাজয়ের পর আচমকা অবসর ঘোষণা কুইন্টন ডি ককের

দলের এই পারফরমেন্স নিয়ে বিরাট বলেন, ‘‘আমরা মাত্র চারদিনে ম্যাচের ফলাফল এনে দিয়েছি ৷ এর থেকে এটাই প্রমাণিত হয়, আমরা আজকে যা, তা পুরো দলের শক্তিকে ফুটিয়ে তুলেছে ৷ আমরা ম্যাচের জেতার সুযোগ খুঁজছিলাম (Indias All-Round Performance in Centurion Test) ৷ আর এখন আমরা সেভাবেই খেলি এবং যে কোনও মুহূর্তে একটা সুযোগ পেলেই সেটার উপর ঝাঁপিয়ে পড়ি ৷’’ দক্ষিণ আফ্রিকায় যেখানে ভারত আগে কখনও টেস্ট সিরিজ জেতেনি ৷ সেখানে প্রথম ম্যাচে ঘরের টিমকে হারিয়ে চাপে ফেলে দেওয়া, সেই সুযোগকে আরও তরান্বিত করেছে বলে বিসিসিআই টিভিকে জানিয়েছেন বিরাট ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details