পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India's South Africa Tour : করোনার নয়া ভ্যারিয়েন্টের আতঙ্কে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অনিশ্চয়তা

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর হবে কি, হবে না (India tour of South Africa) ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলের অলিন্দে (Uncertanity on India's South Africa Tour) ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা করোনার নতুন ভ্যারিয়েন্ট (New Covid Variant in South Africa) ৷ যা ভ্যাকসিনেশনের ফলে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকেও পরাস্ত করে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের ৷ আর তাই সফর নিয়ে এবার কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিসিআই ৷

Uncertanity on Indias South Africa Tour
করোনার নয়া ভ্যারিয়েন্টের আতঙ্কে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চয়তা

By

Published : Nov 27, 2021, 9:25 AM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর : ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হল (India tour of South Africa) ৷ করোনা ভাইরাসের নয়া যে ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে, তা নিয়ে চিন্তায় বিসিসিআই ৷ তবে, এ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বিসিসিআই’র এক সূত্রের দাবি, পুরো বিষয়টি নিয়ে তারা ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে আছে (Uncertanity on India's South Africa Tour) ৷ করোনার এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্র যে রকম নির্দেশ দেবে, তার উপরেই নির্ভর করছে বিরাট-রোহিতদের দক্ষিণ আফ্রিকা সফর ৷

আগামী 17 ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলার কথা রয়েছে ভারতের ৷ জোহানেসবার্গে প্রথম টেস্ট ৷ এই সফরে ভারতের 3টি টেস্ট, 3টি একদিনের ম্যাচ এবং 4টি টি-20 ম্যাচের সিরিজ় খেলার কথা ৷ বিসিসিআই’র ওই সূত্রের মতে, 7 ডিসেম্বর ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষদিন ৷ ওই টেস্ট খেলে বায়ো বাবলের মধ্যে দিয়েই 8 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের ৷ কিন্তু, সেই সফর নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে 32 বার প্রোটিন স্পাইক মিউটেশন হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট বি.1.1.529 (Covid Variant B.1.1.529) ৷ তবে, এই ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর বা এর সংক্রমণের হার কেমন, এসব তথ্য না জানা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই ৷

আরও পড়ুন : New Variant of COVID: ডেল্টার চেয়েও ভয়ঙ্কর, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক

তবে, গবেষকরা বলছেন এই ভাইরাসের সংক্রমণ খুবই বিপজ্জনক হতে পারে ৷ কারণ, ভ্যাকসিন নেওয়ার পর মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, তাকেও পরাস্ত করছে এই ভাইরাস ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত যাদের শরীরে করোনার এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, তাদের সকলের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে ৷ ফলে বিষয়টি চিন্তা বাড়িয়েছে গবেষকদের ৷ এর সংক্রমণের হারও অনেক বেশি এবং একাধিক উপসর্গ দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ভারতে বা বিশ্বের অন্য কোনও দেশে করোনার এই ভ্যারিয়েন্ট পাওয়া না গেলেও, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ রাজ্য সরকারগুলিকে সতর্ক করেছেন ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test: গ্রিন পার্কে দ্বিতীয় দিনে কিউয়ি ওপেনারদের দাপট

প্রসঙ্গত, ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে গত সপ্তাহে প্রথম করোনার এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায় (New Covid Variant in South Africa) ৷ দক্ষিণ আফ্রিকা, বোৎসোয়ানার সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড লোকজন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ৷ দক্ষিণ আফ্রিকাতেই 100 জনের উপর এই ভ্যারিয়েন্টের শিকার হয়েছেন ৷ আর বোৎসোয়ানাতে 4 জন সংক্রমিত হয়েছেন ৷

17 ডিসেম্বর থেকে শুরু হতে চলা ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট জোহানেসবার্গে, 26 ডিসেম্বর দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট হবে সেঞ্চুরিয়নে এবং তৃতীয় টেস্ট 3 জানুয়ারি থেকে খেলা হবে কেপ টাউনে ৷ এর পর পার্লে প্রথম একদিনের ম্যাচ, তারপর কেপ টাউনে পরের দু’টি একদিনের ম্যাচ হবে 14 এবং 16 জানুয়ারি ৷ এরপর কেপ টাউনেই 19 ও 21 জানুয়ারি প্রথম দু’টি টি-20 হওয়ার কথা এবং শেষ দু’টি টি-20 23 এবং 26 জানুয়ারি পার্লে অনুষ্ঠিত হবে ৷ তবে, এই সফরের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর ৷

ABOUT THE AUTHOR

...view details