নয়াদিল্লি, 12 মার্চ: দশ হাজার রানের ক্রিকেটারদের তালিকায় অবশেষে ঢুকে পড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ শুক্রবার তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে দশ হাজার রান পূর্ণ করেন মিতালি। এই দশ হাজার রান পূর্ণ করার জন্য তাঁকে টুইটে শুভেচ্ছা জানান ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেণ্ডুলকার। তিনি লেখেন, 'দারুণ লক্ষ্যমাত্রা ছুঁলেন, আরও শক্তিশালী হোন।'
মিতালি রাজ নিজের কেরিয়ারের 212 তম আন্তর্জাতিক ক্রিকেটে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে এই রান সম্পূর্ণ করেন। তিনিই দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার রান পূর্ণ করেন । প্রথমস্থানে রয়েছেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। চারলট মিতালির রান সংখ্যা থেকে এগিয়ে মাত্র 273 রানে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফ্ফর সচিনের টুইটেই লেখেন, 'অনেক শুভেচ্ছা দশ হাজার রান অর্জন করার জন্য। আপনার যোগ্যতা, ফিটনেস, সঙ্কল্পকে এই খেলার জন্য আমি কুর্ণিশ জানাই।'