নয়াদিল্লি, 4 অগস্ট : 2021 টি-20 বিশ্বকাপে এক গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান ৷ এই টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ পড়েছে 24 অক্টোবর দুবাই-র স্টেডিয়ামে ৷ এক সূত্রের তরফে সংবাদ সংস্থা এএনআই-কে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে, ‘‘হ্যাঁ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এর ম্যাচ 24 অক্টোবর হবে ৷’’ প্রসঙ্গত, গত মাসে আইসিসি-র তরফে টি-20 বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করা হয়েছে ৷ করোনা পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আয়োজন করবে ৷
আগামী 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলা হবে ৷ 12টি চূড়ান্ত দলকে নিয়ে দু’টি গ্রুপ তৈরি করেছে আইসিসি ৷ যেখানে ভারত ও পাকিস্তান 2নং গ্রুপে রয়েছে ৷ আর তার পর থেকেই গ্রুপ পর্যায়ে এই দুই দেশের ম্যাচ সবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ৷ প্রসঙ্গত, মার্চ 2021’র টি-20 ব়্যাঙ্কিং এর উপর নির্ভর করে এই গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যেখানে গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ওয়ানে রয়েছে ৷ যেখানে রাউন্ড 1 থেকে জেতা 2টি কোয়ালিফায়ার দল গ্রুপ-1এ যোগ দেবে ৷