মুম্বই, 23 ডিসেম্বর : বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যে আপত্তি জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকর (Vengsarkar on Captaincy Controversy) ৷ তাঁর মতে, বিরাটের অধিনায়কত্ব নিয়ে জাতীয় নির্বাচকদের চিন্তাভাবনা প্রকাশ্যে আনা সৌরভের উচিত হয়নি (Sourav Ganguly shouldn't have spoken on Virat Kohli captaincy issue) ৷ এতে বিতর্ক আরও উস্কে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দল ঘোষণার সময়ই ওয়ান’ডে দলের অধিনায়কত্ব থেকে বিরাটকে সরিয়ে দেয় নির্বাচক কমিটি ৷ সেই জায়গায় টি-20 অধিনায়ক রোহিত শর্মাকে আনা হয় ৷
জাতীয় নির্বাচক কমিটির এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয় ৷ কারণ, বিরাট টি-20 অধিনায়কত্ব ছাড়লেও, ওয়ান’ডে এবং টেস্টে অধিনায়ক ছিলেন ৷ সেখানে বিরাট কোহলির কোনও বিবৃতি ছাড়াই রোহিতকে ওয়ান’ডে অধিনায়ক করে দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্য গল্প রয়েছে বলে, জল্পনা শুরু হয় ৷ আর সেই জল্পনাকেই সত্যি করে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, সাদা বলের দুই ফরম্যাটে দুই অধিনায়ক দলের পারফর্মেন্সে প্রভাব ফেলত ৷ তাই বিরাটকে অধিনায়কত্ব ছাড়ার জন্য 48 ঘণ্টার সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তিনি বোর্ডকে কোনও জবাব দেননি ৷ তার পরেই জাতীয় নির্বাচক কমিটি বিরাটকে সরিয়ে দেয় ৷
আরও পড়ুন : ICC Test Rankings : টেস্ট ব়্যাংকিংয়ে ফের পতন কোহলির, শীর্ষস্থান খোয়ালেন রুট
সৌরভের এই বিবৃতির পরেই, বিসিসিআই ও বিরাট কোহলির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে ৷ যা আরও গভীর হয়, ভারতীয় টেস্ট দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ৷ সাংবাদিক বৈঠকে বিরাট বোর্ড সভাপতির দাবিকে উড়িয়ে দেন ৷ জানান, তাঁর সঙ্গে এ নিয়ে বোর্ডের কোনও কথা হয়নি ৷ টেস্ট দল ঘোষণার ঘণ্টাখানেক আগে তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর কথা জানানো হয় ৷ ফলে বিসিসিআই ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে ৷