পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Vengsarkar on Captaincy Controversy : জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় সৌরভের হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ বেঙ্গসরকরের

বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনও দরকার ছিল না দল নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার (Vengsarkar on Captaincy Controversy) ৷ বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে সৌরভের মন্তব্য নিয়ে এমনই জানালেন প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকর (Dilip Vengsarkar on BCCI) ৷ তাঁর মতে, পুরো বিষয়টি জাতীয় নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের মধ্যেকার বিষয় ৷ সেখানে সৌরভ বা বোর্ডের অন্য কোনও সদস্যের হস্তক্ষেপ করার দরকার নেই বলে জানান তিনি (Dilip Vengsarkar not happy with Sourav approach on Captaincy row) ৷

Sourav Ganguly has No Right to Talk on Virat Kohlis Captaincy Issue
Sourav Ganguly has No Right to Talk on Virat Kohlis Captaincy Issue

By

Published : Dec 23, 2021, 11:02 AM IST

মুম্বই, 23 ডিসেম্বর : বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যে আপত্তি জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকর (Vengsarkar on Captaincy Controversy) ৷ তাঁর মতে, বিরাটের অধিনায়কত্ব নিয়ে জাতীয় নির্বাচকদের চিন্তাভাবনা প্রকাশ্যে আনা সৌরভের উচিত হয়নি (Sourav Ganguly shouldn't have spoken on Virat Kohli captaincy issue) ৷ এতে বিতর্ক আরও উস্কে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দল ঘোষণার সময়ই ওয়ান’ডে দলের অধিনায়কত্ব থেকে বিরাটকে সরিয়ে দেয় নির্বাচক কমিটি ৷ সেই জায়গায় টি-20 অধিনায়ক রোহিত শর্মাকে আনা হয় ৷

জাতীয় নির্বাচক কমিটির এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয় ৷ কারণ, বিরাট টি-20 অধিনায়কত্ব ছাড়লেও, ওয়ান’ডে এবং টেস্টে অধিনায়ক ছিলেন ৷ সেখানে বিরাট কোহলির কোনও বিবৃতি ছাড়াই রোহিতকে ওয়ান’ডে অধিনায়ক করে দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্য গল্প রয়েছে বলে, জল্পনা শুরু হয় ৷ আর সেই জল্পনাকেই সত্যি করে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, সাদা বলের দুই ফরম্যাটে দুই অধিনায়ক দলের পারফর্মেন্সে প্রভাব ফেলত ৷ তাই বিরাটকে অধিনায়কত্ব ছাড়ার জন্য 48 ঘণ্টার সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তিনি বোর্ডকে কোনও জবাব দেননি ৷ তার পরেই জাতীয় নির্বাচক কমিটি বিরাটকে সরিয়ে দেয় ৷

আরও পড়ুন : ICC Test Rankings : টেস্ট ব়্যাংকিংয়ে ফের পতন কোহলির, শীর্ষস্থান খোয়ালেন রুট

সৌরভের এই বিবৃতির পরেই, বিসিসিআই ও বিরাট কোহলির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে ৷ যা আরও গভীর হয়, ভারতীয় টেস্ট দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ৷ সাংবাদিক বৈঠকে বিরাট বোর্ড সভাপতির দাবিকে উড়িয়ে দেন ৷ জানান, তাঁর সঙ্গে এ নিয়ে বোর্ডের কোনও কথা হয়নি ৷ টেস্ট দল ঘোষণার ঘণ্টাখানেক আগে তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর কথা জানানো হয় ৷ ফলে বিসিসিআই ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে ৷

আরও পড়ুন : Wriddhiman Saha Interview : অন্যকে দেখে রান করার চাপ নিই না, ঋষভের সঙ্গে তুলনায় অকপট ঋদ্ধি

এই পুরো প্রক্রিয়ায় প্রাক্তন ক্রিকেটাররা যে খুব একটা খুশি নন তা অনেক বুঝিয়ে দিয়েছেন ৷ এ বার প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকর পুরো বিষয়টিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন (Dilip Vengsarkar on BCCI) ৷ যেখানে বেঙ্গসরকর বলেন, বিষয়টি নিয়ে সৌরভের কথা বলার অধিকার নেই ৷ তাঁর কথায়, ‘‘বিষয়টি হল নির্বাচক কমিটির হয়ে কথা বলার দরকার ছিল না গাঙ্গুলির ৷ তিনি বিসিসিআই সভাপতি (Dilip Vengsarkar not happy with Sourav approach on Captaincy row) ৷ দল বাছাই অথবা অধিনায়কত্ব নিয়ে কোনও সমস্যা তৈরি হয়ে থাকলে, নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে চেতন শর্মাকে কথা বলতে হবে ৷’’

আরও পড়ুন : India tour of SA : নির্বাসন কাটিয়ে ঘরের মাঠে প্রথম টেস্টের তিন দশক উদযাপন করবে দক্ষিণ আফ্রিকা

দিলীপ বেঙ্গসরকর এও জানিয়েছেন, কোনও খেলোয়াড়ের নির্বাচন বা বাদ দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির এক্তিয়ারভুক্ত (Selecting or Dropping Any Player is Prerogative of selection committee) ৷ আর সেখানে অধিনায়ক হিসেবে কোনও ক্রিকেটারকে দলে রাখা হবে কি না তা নিয়ে বোর্ড সভাপতির নাকগলানো উচিত হয়নি বলে মনে করেন ক্রিকেটার সৌরভের প্রত্যাবর্তনের সময়কার নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷

ABOUT THE AUTHOR

...view details