সাউথাম্পটন, 20 মে : নিউজিল্যান্ড দল ঘরের মাঠে সুইং খেলতে অভ্যস্ত ৷ কিন্তু, ইংল্যান্ডে ডিউক বলে অতিরিক্ত সুইং করাতে গেলে তা বোলারদের বিপক্ষে যেতে পারে ৷ এমনটাই মনে করেন কিউই পেসার কেইল জেমিসন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কিউই পেসার ৷ তাঁর মতে, ইংল্যান্ডের আবহাওয়ায় ডিউক বল এমনিতেই সুইং করে ৷ কিন্তু, অতিরিক্ত সুইং করাতে গেলে তা বোলারদের বিপক্ষে যেতে পারে ৷
প্রসঙ্গত, ঘরের মাঠে নিউজিল্যান্ড দল কোকাবুরা বলে খেলে ৷ কিন্তু, ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের ডিউক বলে খেলতে হবে ৷ তার আগে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা ৷ যে দু’টি টেস্ট নিউজিল্যান্ড দলের কাছে ফাইনালের আগে এক প্রকার অনুশীলন ম্যাচ ৷ তবে, ডিউক বলে ইংল্যান্ডে খেলাটা যে খুব একটা সহজ নয় ৷ তা মেনে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কেইল জেমিসন ৷