সিডনি, 16 মে : স্যান্ড পেপার গেট নিয়ে ফের একবার তদন্ত শুরু করতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ 2018 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অজি ব্যাটসম্যান ক্যামরন ব্যানক্রফ্টের বিরুদ্ধে ৷ যে ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সম্পূর্ণ মদত ছিল ৷ যে ঘটনায় এবার বোলারদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে ৷ যে অভিযোগ সামনে এসেছে স্যান্ড পেপার গেটের অন্যতম অভিযুক্ত ক্যামরন ব্যানক্রফ্টের একটি সাক্ষাৎকারের বয়ান থেকে ৷
এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া সবরকম দিক খতিয়ে দেখবে ৷ যদি কারও কাছে 2018 সালের কেপ টাউন টেস্ট নিয়ে কোনও নতুন তথ্য থাকে, তবে তাঁরা সামনে এসে সেই তথ্য পেশ করুন ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সেই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সেই সময় বিস্তারিত এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছিল ৷ সেই সময় থেকে আর কেউ নতুন কোনও তথ্য পেশ করেনি, যা দেখে মনে হতে পারে তদন্তে গাফিলতি থেকে গিয়েছিল ৷