পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিরাটের সাহসে গর্বিত মাস্টার ব্লাস্টার - বিরাট কোহলির সাহসের প্রশংসা

প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মার্ক নিকলাসের অনুষ্ঠানে 2014 সালে ইংল্যান্ড সফরে নিজের অবসাদগ্রস্ত হয়ে পড়ার কথা বলেন ভারত অধিনায়ক ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, সেই কঠিন সময় থেকে বিরাটকে বেরিয়ে আসলতে সাহায্য করেছিলেন সচিন ৷ বিরাটের এই জনসমক্ষে নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথা বলার সাহস দেখে মাস্টার ব্লাস্টার তাঁর উপর গর্বিত ৷

Sachin Tendulkar took to Twitter to commend Indian skipper Virat Kohli for sharing such personal experiences with everyone
বিরাটের সাহসে গর্বিত মাস্টার ব্লাস্টার

By

Published : Feb 20, 2021, 8:25 PM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি : বিরাট কোহলির সাহসের প্রশংসা করে টুইট করলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ নিজের মানসিক অবসাদ নিয়ে জনসমক্ষে কথা বলার সাহসের প্রশংসা করেন সচিন ৷ যেখানে তিনি উল্লেখ করেন, বিরাটের সাফল্য এবং তাঁর ব্যক্তিগত কঠিন সময়ের কথা বলার সাহসে তিনি গর্বতি ৷

প্রসঙ্গত, প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মার্ক নিকলাসের অনুষ্ঠানে 2014 সালে ইংল্যান্ড সফরে নিজের অবসাদগ্রস্ত হয়ে পড়ার কথা বলেন ভারত অধিনায়ক ৷ সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি কোনও রান করতে পারেননি ৷ এমনকী ভারতকে সেই টেস্ট সিরিজ 4-0 হেরে ফিরতে হয়েছিল ৷ সেই সময় বিরাটের খেলা নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ এমনকী বিরাট নিজে রান করতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, সেই কঠিন সময় থেকে বিরাটকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন সচিন ৷

আরও পড়ুন :ভারতীয় দলের কঠিন চরিত্র, বিরাট কোহলির আমদানি : নাসের

বিরাটের জনসমক্ষে নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথা বলার সাহস দেখে মাস্টার ব্লাস্টার তাঁর উপর গর্বিত ৷ এনিয়ে একটি টুইট করে তিনি লেখেন, ‘‘বিরাট কোহলি আমি তোমার সাফল্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে আনার সাহসে গর্ববোধ করছি ৷ এই বয়সে সোশাল মিডিয়ায় তরুণদের ক্রমাগত বিচার করা হয় ৷ হাজার হাজার মানুষ তাঁদের নিয়ে কথা বলে, কিন্তু, তাঁদের হয়ে কেউ কথা বলে না ৷ আমাদের তাঁদের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার সমাধানে সাহায্য করতে হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details