পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে রোহিত-ধাওয়ান সেরা ওপেনিং জুটি, মত প্রাক্তন নির্বাচক সরণদীপের

টি-20 বিশ্বকাপে রোহিতের সঙ্গে শিখর ধাওয়ানকেই ওপেনার হিসেবে খেলানোর পক্ষে সওয়াল করলেন নির্বাচন কমিটির প্রাক্তন সদস্য সরণদীপ সিং ৷ সেই সঙ্গে ওয়ান’ডে দলে ঋষভের জায়গায় কে এল রাহুলের কিপিং করা উচিত বলে মনে করেন তিনি ৷

rohit-Sharma shikhar dhawan-best-option-for-t20-wc-former-selector-sarandeep singh
টি-20 বিশ্বকাপে রোহিত-ধাওয়ান সেরা ওপেনিং জুটি, মত প্রাক্তন নির্বাচক সরণদীপের

By

Published : Mar 30, 2021, 4:39 PM IST

নয়াদিল্লি, 30 মার্চ : টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকেই প্রথম ওপেনার হিসেবে ভারতের খেলানো উচিত ৷ এমনটাই জানালেন জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন সদস্য সরণদীপ সিং ৷ তাঁর মতে, রোহিত এবং শিখর ভারতের সেরা ওপেনিং জুটি ৷ আর বিশ্বকাপের মত বড় মঞ্চে, এই অভিজ্ঞ জুটিকেই মাঠে নামানো উচিত বলে মনে করেন তিনি ৷ ভারতের অস্ট্রেলিয়া সফর পর্যন্ত সরণদীপ সিং জাতীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের শেষ ম্যাচে ওপেন করেছিলেন বিরাট কোহলি ৷ সেখানে তিনি বলেছিলেন, আইপিএলে তিনি ওপেন করবেন ৷ তারই প্রস্তুতি হিসেবে সেই ম্যাচে ওপেন করেছিলেন তিনি ৷ আর তারপরেই জল্পনা শুরু হয়, তবে, কি ভারত অধিনায়ক টি-20 বিশ্বকাপেও ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে ! তবে, এই নীতিতে বিশ্বাসী নন ভারতের নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য সরণদীপ সিং ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা খুব আশ্চর্যজনক ! শিখর ধাওয়ান আইপিএলে ভাল খেলেছেন, অস্ট্রেলিয়ায় ভাল পারফর্ম করেছেন ৷ যখনই তিনি সুযোগ পেয়েছেন টিমের হয়ে পারফর্ম করেছেন ৷ উনি মানসিকভাবে খুবই শক্তশালী ৷ হতে পারে টিম ম্যানেজমেন্ট অন্যরকম কিছু ভাবছে ৷ তবে, আমার মতে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের বাঁ হাতি ও ডান হাতি কম্বিনেশন টি-20 বিশ্বকাপে সেরা বাছাই হবে ৷’’

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পন্থ, মত ইয়ান বেলের

পাশাপাশি শিখর ধাওয়ানের হয়ে সওয়াল করে সরণদীপ সিং বলেন, ‘‘একটা ম্যাচ দিয়ে কখনই তাঁকে বিচার করা উচিত নয় ৷ তিনি ওয়ান’ডে ম্যাচেও ভাল পারফর্মেন্স করেছেন ৷ দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে ৷ এমনকি ঈশান কিষাণকেও দলে জায়গা পেতে খুব বড় কিছু করতে হবে ৷’’ তবে, তাঁর মতে কে এল রাহুলের ভারতীয় ওয়ান’ডে দলে উইকেট কিপার হিসেবে খেলা উচিত ৷ এমনকি শ্রেয়স আইয়ার ফিরে এলে ফর্মে থাকা ঋষভ পন্থকে জায়গা ছেড়ে দিতে হবে বলে মনে করেন সরণদীপ সিং ৷

ABOUT THE AUTHOR

...view details