কানপুর, 29 নভেম্বর : টেস্ট ক্রিকেটে আরও এক অনন্য নজিরের সামনে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৷ ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট সংগ্রহের তালিকায় হরভজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি ৷ কানপুরের চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের উইল ইয়ংকে আউট করে হরভজন সিংয়ের সঙ্গে একসারিতে রয়েছেন অশ্বিন ৷ আজ পঞ্চম তথা শেষদিনে আর একটি উইকেট নিলে হরভজনকে পেরিয়ে তিন নম্বরে (Ravichandran Ashwin Have Chance Surpasses Harbhajan Singh) জায়গা করে নেবেন তিনি ৷
প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেটের সংখ্যা এই মুহূর্তে 417 (Ravichandran Ashwin Test Career) ৷ আর আজকে অশ্বিনের সামনে হরভজনকে পেরিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ যা পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে সম্ভব বলে মনে করা হচ্ছে ৷ কারণ, কানপুরের (IND vs NZ Kanpur Test) লো বাউন্স এবং টার্নিং উইকেটে নিউজিল্যান্ড ব্যাটারদের আউট করা অশ্বিনের কাছে খুব একটা কঠিন কাজ হবে না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : ঋদ্ধির লড়াকু হাফসেঞ্চুরিতে কিউয়িদের 284 রানের টার্গেট