পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ Kanpur Test : টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে 3 নম্বরে ওঠার সুযোগ অশ্বিনের - Ravichandran Ashwin Test Career

টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের তালিকায় তিন নম্বরে ওঠার সুযোগ রবিচন্দ্রন অশ্বিনরে সামনে ৷ আজ কানপুর টেস্টের শেষদিনে মাত্র একটি উইকেট নিলেই হরভজন সিংকে পেরিয়ে তিন নম্বরে চলে আসবেন অশ্বনি (Ravichandran Ashwin Have Chance Surpasses Harbhajan Singh) ৷ এই মুহূর্তে হরভজন এবং অশ্বিন যৌথভাবে তিন নম্বরে রয়েছেন (Ravichandran Ashwin Test Career) ৷

Ravichandran Ashwin
টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে 3 নম্বরে ওঠার সুযোগ অশ্বিনের

By

Published : Nov 29, 2021, 9:39 AM IST

কানপুর, 29 নভেম্বর : টেস্ট ক্রিকেটে আরও এক অনন্য নজিরের সামনে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৷ ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে উইকেট সংগ্রহের তালিকায় হরভজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি ৷ কানপুরের চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের উইল ইয়ংকে আউট করে হরভজন সিংয়ের সঙ্গে একসারিতে রয়েছেন অশ্বিন ৷ আজ পঞ্চম তথা শেষদিনে আর একটি উইকেট নিলে হরভজনকে পেরিয়ে তিন নম্বরে (Ravichandran Ashwin Have Chance Surpasses Harbhajan Singh) জায়গা করে নেবেন তিনি ৷

প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেটের সংখ্যা এই মুহূর্তে 417 (Ravichandran Ashwin Test Career) ৷ আর আজকে অশ্বিনের সামনে হরভজনকে পেরিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ যা পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে সম্ভব বলে মনে করা হচ্ছে ৷ কারণ, কানপুরের (IND vs NZ Kanpur Test) লো বাউন্স এবং টার্নিং উইকেটে নিউজিল্যান্ড ব্যাটারদের আউট করা অশ্বিনের কাছে খুব একটা কঠিন কাজ হবে না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : ঋদ্ধির লড়াকু হাফসেঞ্চুরিতে কিউয়িদের 284 রানের টার্গেট

অন্যদিকে, আজ টেস্টে উইকেট সংগ্রহের তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে তিন নম্বরে উঠে আসলে, অশ্বিনের সামনে থাকবেন 83 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কিংবদন্তী কপিল দেব এবং প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ এর মধ্যে খুব দ্রুত কপিল দেবকে পেরিয়ে 2 নম্বরে ওঠা সময়ের অপেক্ষা ৷ টেস্টে কপিল দেবের উইকেট সংখ্যা 434 ৷ অর্থাৎ, তাঁকে পেরিয়ে যেতে আর 18টি উইকেট নিতে হবে অশ্বিনকে ৷ অন্যদিকে, টেস্টে ভারতীয় বোলারদের তালিকায় এক নম্বরে থাকা অনিল কুম্বলের উইকেট সংখ্যা 619 ৷ ফলে তাঁকে পেরিয়ে যেতে এখনও অনেক সময় লাগবে অশ্বিনের ৷

আরও পড়ুন : Ravi Ashwins Record : গ্রিন পার্কে রেকর্ড, আক্রমকে টপকে গেলেন অশ্বিন

তবে, অনিল কুম্বলেকে অশ্বিন ছাপিয়ে যেতে পারবেন কি না, সে নিয়ে সংশয় রয়েছে ৷ কারণ, 35 বছর বয়সী অশ্বিনকে সেই রেকর্ড পেরোতে 203 উইকেট নিতে হবে ৷ সেক্ষেত্রে বয়স এবং ফিটনেস একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে অশ্বিনের সামনে ৷ বিশেষ করে যেখানে বিদেশের মাটিতে টেস্টে দলে নিয়মিত নন এই অফস্পিনার কাম অলরাউন্ডার ৷

ABOUT THE AUTHOR

...view details