লন্ডন, 5 সেপ্টেম্বর : করোনা আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ শনিবার সন্ধ্যায় তাঁর ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর তার পরেই রবি শাস্ত্রীর সংস্পর্শে আসা ভারতীয় দলের আর তিন সাপোর্ট স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁদের মধ্যে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেল ৷ সুরক্ষার খাতিরে তাঁদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ৷
বিসিসিআই’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সবার আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে এবং তাঁরা টিম হোটেলেই থাকবেন ৷ মেডিক্যালে টিমের তরফে তাঁদের নিয়ে কোনওরকম বার্তা না আসা পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁরা ট্রাভেল করবেন না ৷ অন্যদিকে, রবি শাস্ত্রী রিপোর্ট পজিটিভ আসতেই ভারতীয় দলের বাকি সদস্যদের দু’টি ল্যাটারাল ফ্লো টেস্ট করানো হয় ৷ যার একটি শনিবার সন্ধ্যায় ম্যাচ শেষে করা হয়েছিল এবং দ্বিতীয় টেস্টটি করানো হয় রবিবার সকালে ৷ যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদের ওভালে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Tokyo Paralympics: প্য়ারালিম্পিকসে রেকর্ড পদক নিয়ে 24 নম্বরে শেষ করল ভারত