ম্যানচেস্টার, 10 সেপ্টেম্বর : ভারতীয় শিবিরে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় বাতিল করা হয়েছে ম্যানচেস্টারে আয়োজিত ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ৷ আজ থেকে এই টেস্ট শুরু হওয়ার কথা ছিল ৷ কোচ রবি শাস্ত্রী সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের মধ্যে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ গতকাল ভারতীয় ক্রিকেটারদের রিপোর্টও নেগেটিভ এসেছে ৷ কিন্তু, দলের ভিতরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা এবং বিসিসিআই সভাপতি, সচিব-সহ অন্যান্যরা একসঙ্গে এনিয়ে আলোচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে, পঞ্চম টেস্ট পুরোপুরি বাতিল করা হবে না বলে দাবি করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷
সংবাদ সংস্থা এএনআইকে রাজীব শুক্লা বলেন, ‘‘বিসিসিআই সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, আমি এবং যুগ্মসচিবের সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সিইও’র দীর্ঘ আলোচনা হয়েছে ৷ যেখানে দুই দলের অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন ৷ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ম্যানচেস্টারে আয়োজিত এই টেস্ট ম্যাচ বাতিল করা হচ্ছে ৷’’ কিন্তু, ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এই টেস্ট ম্যাচ করাতে ইচ্ছুক বলে জানিয়েছেন শুক্লা ৷ তিনি বলেন, ‘‘আরও একটি বিষয়ে আপনারা জানেন, ইসিবি’র সঙ্গে অন্যান্য সব বিষয়গুলির সমাধান সূত্র বের করতে আলোচনা চলছে ৷ এখানে ম্যাচ বাতিল করার কোনও প্রশ্নই ওঠে না, এটা শুধুমাত্র স্থগিত করা হয়েছে ৷’’
আরও পড়ুন :ind vs eng : করোনার জেরে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, সিরিজ় জিতল ভারত