কানপুর, 25 নভেম্বর : কানপুরে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক করলেন ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র (India vs New Zealand) ৷ তবে, বাইশ বছর বয়সি এই তরুণ ক্রিকেটারের রাচিন নামের পিছনেও রয়েছে একটা কাহিনী রয়েছে ৷ ভারতের দুই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নাম থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর এই নাম রাখা হয়েছে (Rachin Ravindras Name Inspires by Rahul Dravid and Sachin Tendulkar) ৷
অর্থাৎ, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের নামের প্রথম অংশ ‘রা’ এবং সচিন তেন্ডুলকরের শেষ অংশ ‘চিন’ ৷ এই দু’টি অংশকে জুড়ে রাচিন নামকরণ করা হয়েছে ভারতীয় বংশোদ্ভুত এই কিউই ক্রিকেটারের ৷ রাচিন রবীন্দ্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন ৷ কিন্তু, সেই টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি ৷ ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে অভিষেক হল (Kanpur Test) ৷ বাঁ-হাতি এই অর্থডক্স স্পিনার ভারতের বিরুদ্ধে 7 ওভার বল করে একটা মেডেন ওভার-সহ 28 রান দিয়েছেন (New Zealand All-Rounder Rachin Ravindra) ৷