লখনউ, ১৪ মার্চ: একদিনের ক্রিকেট কেরিয়ারে আরও পালক যুক্ত করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে এই রেকর্ড করেন তিনি। মিতালি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেন তিনি।
আজ এই রেকর্ড তিনি করেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও করলেন তিনি। মহিলা ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ডও নিজের পকেটে পুড়লেন ৩৮ বছর বয়সী এই ভারতীয় মহিলা অধিনায়ক। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দশ হাজার রান পূর্ণ করেন মিতালি। এই দশ হাজার রান পূর্ণ করার জন্য তাঁকে টুইটে শুভেচ্ছা জানান সচিন তেণ্ডুলকর। সচিনের পাশাপাশি শুভেচ্ছা জানান আরও অনেক ক্রিকেট ব্যক্তিত্ব। শুভেচ্ছা জানায় বিসিসিআইও।