পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্য়াটিং করা ভারতীয় হাতিকে ইংল্যান্ডের পাসপোর্ট দেওয়ার আর্জি মাইকেল ভনের - আইসিসি

আইসিসি-র পোস্ট করা হাতির ক্রিকেট খেলার ভিডিয়ো দেখে, ইংল্যান্ড দলকে নিয়ে মজা করলেন মাইকেল ভন ৷ যেখানে তিনি বলেছেন, হাতিটিকে ইংল্যান্ডের পাসপোর্ট দেওয়া হোক ৷

michael-vaughan-hopes-batting-indian-elephant-has-english-passport
ব্য়াটিং করা ভারতীয় হাতিকে ইংল্যান্ডের পাসপোর্ট দেওয়ার আর্জি মাইকেল ভনের

By

Published : May 10, 2021, 7:11 PM IST

লন্ডন, 10 মে : ভারতের কোনও এক রাজ্যে একটি হাতি ক্রিকেট খেলছে ৷ এমনই ভিডিয়ো পোস্ট করেছে আইসিসি ৷ যে ভিডিয়ো দেখে অ্যাসেজের আগে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ নিয়ে ব্যঙ্গ করলেন মাইকেল ভন ৷ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক টুইট করে লেখেন, ‘‘হাতিটিকে অবশ্যই ইংল্যান্ডের পাসপোর্ট দেওয়া উচিত’’ ৷

প্রসঙ্গত, এ বছরের শুরুতে ভারতে টেস্ট সিরিজ 3-1 ফলে হারতে হয় ইংল্যান্ডকে ৷ যেখানে প্রথম ম্যাচে অধিনায়ক জো রুটের দ্বিশতরান ছাড়া কেউ রান করতে পারেননি ৷ যা নিয়ে কার্যত ইংল্যান্ড ব্যাটিং এর সমালোচনা হয় ৷ এবার সামনেই অস্ট্রেলিয়াতে অ্যাসেজ খেলতে যাবে ইংল্যান্ড ৷ তার আগে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তায় সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷

আর তাই আইসিসি-র পোস্ট করা হাতির ক্রিকেট খেলার ভিডিয়োটি দেখে, কিছুটা মজাই করেছেন মাইকেল ভন ৷ যেখানে তিনি বলেছেন, হাতিটিকে ইংল্যান্ডের পাসপোর্ট দেওয়া হোক ৷ পরবর্তী সময়ে এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি ৷ যেখানে ভন বলেছেন, ‘‘আমি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে বড় পার্টনারশিপ গড়ার মতো কাউকে দেখছি না ৷ এই গ্রীষ্মে তাঁদের ব্যাটিং কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ৷ কারণ অস্ট্রেলিয়ায় বড় রান করতে না পারলে জেতা সম্ভব নয়’’ ৷

আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে তাঁর জুতোয় পা গলাতে পারবেন বিরাট, আশাবাদী দ্রাবিড়

মাইকেল ভন আরও জানিয়েছেন, ভাল দল এবং ভাল বোলিং লাইন আপের বিরুদ্ধে ইংল্যান্ডে এই মুহূর্তে 250-300 রান করছে ৷ কিছু ক্ষেত্রে তার থেকেও কম রান হচ্ছে ৷ যা হতে থাকলে অ্যাসেজ জেতা সম্ভব নয় ৷ ইংল্যান্ড দলকে আরও পরিশ্রম করতে হবে 400 থেকে 450 রান করার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details