নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : ভারতীয় দলের ভবিষ্যতের ব্যাটন কার হাতে থাকবে ? গতকাল বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করতেই, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর তার জবাব দিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ তাঁর মতে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে তৈরি করা হোক ৷ আর তার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত, তাঁর প্রতিভাকে ঘষে-মেজে প্রস্তুত করা ৷ আর তার জন্য এখনই টি-20 ফরম্যাটে ডানহাতি ব্যাটসম্যান কে এল রাহুলকে সহ-অধিনায়ক করার দাবি জানালেন তিনি ৷
প্রসঙ্গত, বিরাট কোহলির গতকালের ঘোষণার পর নিশ্চিতভাবে টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রোহিত শর্মার উপর এসে পড়বে ৷ এ নিয়ে একটি মিডিয়া আউটলেটে সানি বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকাচ্ছে ৷ সামনের দিনের কথা ভাবা খুবই জরুরি ৷’’
আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ