লন্ডন, 21 ডিসেম্বর: আগামী মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ওই সিরিজে ব্রিটিশদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটারকে নতুন দায়িত্ব দেওয়ার কথা সোমবারই ঘোষণা করা হয়েছে।
দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।
ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ক্যালিসকে আগেও দেখা গিয়েছে। তবে তিনি তখন কাজ করছিলেন নিজের দেশের হয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলেছিল, সেখানেই ক্যালিস ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা।
জ্যাক ক্যালিস যখন খেলতেন, তখন শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ভালো পারফর্ম করতেন তিনি। ক্যালিস 166টি টেস্ট খেলেছেন। রান করেছেন 13 হাজার 298। গড় ছিল 55.37। টেস্টে ক্যালিসের উইকেট সংখ্যা 292।