লিডস, 25 অগস্ট: নটিংহ্যাম টেস্টের দুই ইনিংসে 9টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে লর্ডস টেস্টে নিয়েছেন 3টি উইকেট। সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যে 12টি উইকেট সংগ্রহে বুমরাহ-র। ছন্দে থাকা বুমরাহ যদি লিডসের তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আরও 5টি উইকেট নিতে পারেন, তবে ভারতীয় পেসার হিসেবে একটি অনবদ্য রেকর্ড গড়ে ফেলবেন । সেক্ষেত্রে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে 100 টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন জসপ্রীত। পিছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) ৷
জসপ্রীত বুমরাহ তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ারে এখনও অবধি 22 টেস্ট ম্যাচ খেলে 95টি উইকেট পেয়েছেন ৷ লিডসে 5 উইকেট নিজের ঝুলিতে নিতে পারলে 23 টেস্টে 100 উইকেটের মাইলস্টোন ছোঁবেন ৷ সেক্ষেত্রে তারকা পেসার দ্রুততম টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন ৷ এইসঙ্গে পেছনে ফেলে দেবেন কিংবদন্তি কপিল দেবকে ৷