ক্রাইস্টচার্চ, 6 জানুয়ারি : দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চে ইনিংস ও 176 রানে পরাস্ত হয় পাকিস্তান। ফলে, নিজের দেশে পর পর চারটি টেস্টে জয়ী হল কেন উইলিয়ামসনের দল।
প্রথম ইনিংসে রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান যখন দ্বিতীয় ইনিংসে খেলতে নামে, তখন তারা 362 রানে পিছিয়ে। বুধবার ছিল ম্য়াচের চতুর্থ দিন। এদিনই 186 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে, তাদের ইনিংসে হারের মুখে পড়তে হল।
পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 200 রানের গণ্ডি না টপকাতে দেওয়ায় সবচেয়ে বেশি কৃতিত্ব কিউই পেসার কাইল জেমাইসনের। তিনি পেয়েছেন 6 টি উইকেট। গত বছর ভারতের বিরুদ্ধে অভিষেক হয় জেমাইসনের। তার পর থেকে তিনি ভালো ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত 6 টি টেস্ট খেললেন তিনি। এর মধ্যে এক ইনিংসে চার বার পাঁচের বেশি উইকেট নিয়েছেন এই কিউই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে এই ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসেই তিনি 5 উইকেট নিয়েছিলেন।