সিডনি, 30 মার্চ : সুযোগ পেলে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে চান স্টিভ স্মিথ ৷ অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যেমে এ কথা জানিয়েছেন এই অজ়ি ক্রিকেটার ৷ প্রসঙ্গত, 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজ়ে বল বিকৃতির অভিযোগে অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব এবং সেই সঙ্গে 1 বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয় স্মিথকে ৷ তবে, শুধু স্মিথ নন, সেই সময় সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যামরন ব্যানক্রফ্টকেও বরখাস্ত করা হয়েছিল ৷
তবে, সেই বরখাস্তের সময় কাটিয়ে উঠে 2019 সালে অস্ট্রেলিয়াকে অ্যাসেজ় জিততে সাহায্য করেছিলেন স্মিথ ৷ সেই সঙ্গে ফের একবার অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে উঠেছেন স্টিভ ৷ আর তারপরেই আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ত্বের দায়িত্ব নেওয়ার কথা জানালেন তিনি ৷ এক মিডিয়া আউলেটে স্মিথ বলেন, ‘‘আমি অনেক সময় পেয়েছি এটা নিয়ে ভাবার ৷ আর তাই আমি মনে করি, আবার যদি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ৷ তবে, আমি তা গ্রহণ করতে প্রস্তুত রয়েছি ৷’’