পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 30, 2021, 3:42 PM IST

ETV Bharat / sports

Stuart Binny : প্রথম শ্রেণি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টুয়ার্ট বিনি

প্রথম শ্রেণি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ৷ তিনি একটি বিবৃতি প্রকাশ করে নিজের অবসরের কথা জানিয়েছেন ৷

Indian All Rounder stuart-binny-announces-retirement-from-first-class-and-international-cricket
প্রথম শ্রেণি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা স্টুয়ার্ট বিনি’র

নয়াদিল্লি, 30 অগস্ট : সবধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় অলরাউন্ডার ৷ আজ নিজের অবসরের কথা ঘোষণা করে তিনি জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৷ 37 বছরের স্টুয়ার্ট বিনি তাঁর ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন কর্নাটকের হয়ে ৷ এর পর ভারতের হয়ে 6টি টেস্ট ম্যাচ, 14টি ওয়ান’ডে এবং 3টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি ৷ একটি বিবৃতিতে বিনি জানিয়েছেন, ‘‘আমি আপনাদের জানাতে চাই যে, প্রথম শ্রেণি এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিলাম ৷ আন্তর্জাতিক স্তরে নিজের দেশের হয়ে খেলতে পেরে আমি খুবই গর্বিত এবং এটা আমাকে খুব আনন্দ দিয়েছে ৷’’

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যে ক’টি ম্যাচ খেলেছেন, সেখানে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি ৷ তবে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং পরিসংখ্যান এখনও স্টুয়ার্ট বিনির নামেই রয়েছে ৷ 2014 সালে জুন মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় মাত্র 4 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন বিনি ৷ যে ম্যাচে বিনির বোলিংয়ের দাপটে খুব কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছিল ভারত ৷ যা এখনও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং ফিগার হয়ে আছে ৷

আরও পড়ুন : Virat Kohli : বিপক্ষের বোলারদের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছিল, হারের ব্যাখ্যা দিলেন কোহলি

উপযোগী এই অল রাউন্ডার 95টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন ৷ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে 6টি টেস্ট ম্যাচে খেলিয়েছিলেন ৷ যেখানে তিনি কিছুটা হলেও সাফল্য পেয়েছিলেন ৷ 2014 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট ম্যাচে 78 রান করেছিলেন স্টুয়ার্ট বিনি ৷ যা তাঁর 6 টেস্ট ম্যাচ খেলা কেরিয়ারের একমাত্র হাফ সেঞ্চুরি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষ খেলেছিলেন ফ্লরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ ওই টি-20 ম্যাচে ইভেন লুইস তাঁর এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন ৷

আরও পড়ুন :Sports Authority of India : ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন

ABOUT THE AUTHOR

...view details