পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jhulan Goswami: 600 উইকেট ঝুলিতে পুরে বিশ্বরেকর্ড ঝুলনের - ঝুলন গোস্বামীর বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে 600 উইকেট নিলেন ভারতের ঝুলন গোস্বামী ৷ আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজের শেষ ম্যাচে 3 উইকেট নেন তিনি ৷ অজি অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ঝুলন ৷

India Woman Cricketer Jhulan Goswami Takes 600 Wickets in her Career
কেরিয়ারে 600 উইকেট শিকার ঝুলনের, গড়লেন বিশ্ব রেকর্ড

By

Published : Sep 26, 2021, 4:13 PM IST

ম্যাকয় (অস্ট্রেলিয়া), 26 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের বিজয়রথ থামলেন ঝুলন গোস্বামীরা ৷ 26 ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে 2 উইকেটে হারল অজি মহিলা ব্রিগেড ৷ যে জয়ে মূল ভূমিকা পালন করলেন বাংলার ঝুলন গোস্বামী ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি ৷ সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়লেন 38 বছরের ঝুলন ৷ আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে 600 উইকেট শিকার করলেন তিনি ৷

আজ ম্যাকয়ের হারব়্যাপ পার্ক স্টেডিয়ামে তৃতীয় ওয়ান’ডে ম্যাচে অজি অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করে কেরিয়ারের 600 উইকেটটি তুলে নেন ঝুলন ৷ এদিন 10 ওভার বল করে ঝুলন 37 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ সেইসঙ্গে গোটা টুর্নামেন্টে ফর্মে না থাকার পর অবশেষে এই ম্যাচে নিজের বোলিং ছন্দ ফিরে পেয়েছেন ভারতের এই সিনিয়র ক্রিকেটার ৷ এদিন ম্যাচের শুরুতে অজি ওপেনার রেচল হ্যানেসকে 13 রানে প্যাভিলিয়নে পাঠান ঝুলন ৷ ওই ওভারেই অজি অধিনায়ককে শূন্য রানে আউট করে কেরিয়ারের 600 উইকেট দখল করেন ৷

অজি টেলএন্ডার অ্যানাবেল সাদার্ল্যান্ডকে আউট করেন ঝুলন ৷ বর্তমানে ঝুলনের দখলে আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে মিলিয়ে 601 উইকেট রয়েছে ৷ যার মধ্যে ওয়ান’ডে ক্রিকেটে 21.59 গড়ে 240 উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ৷ 11টি টেস্ট ম্যাচ খেলে 17.63 গড়ে মোট 41 টি উইকেট নিয়েছেন ৷ টি-20 আন্তর্জাতিকে 68 ম্যাচ খেলে মোট 56 উইকেট নিয়েছেন ঝুলন ৷ আর প্রথম শ্রেণির ক্রিকেটে মোট 264 উইকেটের শিকার করেছেন ঝুলন গোস্বামী ৷

আরও পড়ুন : INDW vs AUSW : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা, 26 ম্যাচ পর থামল অস্ট্রেলিয়ার বিজয়রথ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের দ্বিতীয় ওয়ান’ডে-তে কার্যত জেতা ম্যাচ হারতে হয়েছিল ভারতকে ঝুলনের জন্যই ৷ যেখানে ভারতের বিরুদ্ধে 275 রান তাড়া করতে নেমে শেষ বলে ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ ওই ম্যাচে শেষ ওভারে অস্ট্রেলিয়ার 13 রান দরকার ছিল জেতার জন্য ৷ যে ওভার করেছিলেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ মিডিয়াম পেসার ঝুলন ৷ কিন্তু, শেষ বল নো হওয়ায় একটি অতিরিক্ত বল পেয়ে যায় অজিরা ৷ ফলে শেষ বলে ম্যাচ জেতে তারা ৷

আরও পড়ুন : IPL 2021 PKBS vs SRH : 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

কিন্তু, শেষ ম্যাচে নিজের হারানো ছন্দ ফিরে পেয়ে খুশি ঝুলন ৷ এদিন ভারতীয় মহিলা দল ওয়ান’ডে ইতিহাসে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতেছে ৷ 3 বল বাকি থাকতে 265 রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা ৷ এখানেও জয়সূচক রান আসে ঝুলনের ব্যাট থেকেই ৷ তিনি চার মেরে ভারতকে ম্যাচ জেতান ৷

ABOUT THE AUTHOR

...view details