কানপুর, 25 নভেম্বর : কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনের প্রথম সেশনটা মোটামুটি ভালই শুরু করল ভারত (India vs New Zealand) ৷ 29 ওভারে 1 উইকেট হারিয়ে 82 রান তুলেছে ভারতীয় টপ অর্ডার ৷ কিন্তু, দ্বিতীয় সেশনের শুরুতেই আরেক ওপেনার শুভমান গিলের উইকেটেও হারায় ভারত ৷ তিনি 93 বলে 52 রান করে আউট হন ৷ তবে, ভারতের ইনিংসের শুরুতে ওপেনার ময়ঙ্ক আগরওয়াল আউট হয়ে যান ৷ সেই সময় শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা ভারতের ইনিংসকে সামলান (IND vs NZ kanpur test) ৷ এই মুহূর্তে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছেন ৷
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক অজিঙ্ক রাহানে (Kanpur Test Frist Day) ৷ ভারতীয় দলে কামব্যাক করা দুই ওপেনার ময়ঙ্ক এবং শুভমান শুরুতে দেখেশুনে খেলছিলেন ৷ কিন্তু, ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কাইল জেমিসনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ময়ঙ্ক ৷ তিনি 13 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ প্রসঙ্গত, এ দিন শুরু থেকেই কিছুটা আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছিল তাঁর মধ্যে ৷ লো বাউন্সের উইকেটে সামনের বলেও তাঁর ফুট ওয়ার্ক সেভাবে দেখা যায়নি ৷ ফলত, জেমিসনের আউট সুইংগার ময়ঙ্কের ব্যাট ছুঁয়ে উইকেট কিপারের হাতে চলে যায় ৷
আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : কানপুরে ভারতের জবরদস্ত রেকর্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রাখবে অজিঙ্ক বাহিনী