ট্রেন্টব্রিজ, 5 অগস্ট : ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অ্যাডভান্টেজ ভারত (India) ৷ গতকাল 183 রানে ব্রিটিশ লায়নদের অল আউট করার পর, তৃতীয় সেশনের শেষ এক ঘণ্টা দুই ওপেনার ভারতীয় ইনিংসকে দুর্দান্তভাবে সামলান ৷ প্রথমদিনের শেষে ভারত 13 ওভারে 21 রান তোলে ৷ আজ অর্থাৎ, দ্বিতীয় দিনের শুরু থেকেও সাবধানী ইনিংস খেলতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল ৷ প্রথম এক ঘণ্টা দুর্দান্তভাবে ইংল্যান্ডের সিম বোলিং সামলেছেন তাঁরা ৷ তবে, দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের শেষ ওভারে অলি রবিনসনের শর্ট বলে পুল শট খেলে ফাইন লেগ বাউন্ডারিতে স্যাম কুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি 107 বলে 36 রান করেছেন ৷
মধ্যাহ্নভোজে যাওয়ার পর্যন্ত ভারত 37.3 ওভারে 97 রানে 1 উইকেট হারিয়েছেন ৷ যা সাম্প্রতিককালে বিদেশের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডের মতো সিম ও সুইং আবহাওয়ায় সবচেয়ে ভাল ওপেনিং পার্টনারশিপ ৷ যেখানে কে এল রাহুল (K L Rahul) 124 বলে 48 রানে অপরাজিত রয়েছেন ৷ তবে, 2007 সালে ইংল্যান্ড সফরে ওয়াসিম জাফর (123 বল) এবং দীনেশ কার্তিক (136 বল) দুই ওপেনিং ব্যাটসম্যান এককভাবে একশোর বেশি বল খেলেছিলেন ৷ যা সাবকন্টিনেন্টের বাইরে শেষবার ঘটেছিল ৷ তার পর দীর্ঘ 14 বছর পর কোনও ভারতীয় ওপেনিং জুটি এককভাবে একশোর বেশি বল খেললেন ৷ প্রসঙ্গত ইংল্যান্ডের তরফে বল হাতে কোনও বোলার সফল না হলেও, সিমিং পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুতগতিতে রান তুলতে দেননি জিমি অ্য়ান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা ৷