ম্যানচেস্টার, 9 সেপ্টেম্বর : শুক্রবার থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ৷ ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে নামতে চলেছে বিরাট কোহলির ভারতীয় দল ৷ যেখানে প্রথমে লর্ডস এবং পরে ওভাল টেস্ট জিতে 1-2 ফলাফলে এগিয়ে রয়েছে ভারত ৷ পঞ্চম টেস্ট জিতলে বা ড্র করতে পারলে পতৌদি ট্রফি ঘরে ফিরিয়ে আনতে পারবেন বিরাট কোহলিরা ৷ তবে, ভারত অধিনায়ক বিরাট কোহলি যে ম্যাচ ড্র করতে নামবেন না তা বলাই বাহুল্য ৷ কারণ, চতুর্থ টেস্ট জিতে কোহলি জানিয়ে দিয়েছেন, ভারত ম্যানচেস্টারে জয়ের লক্ষ্যেই নামবে ৷
তবে, জয়ের কথা বললেও, হঠাৎ করেই একাধিক সমস্যা দেখা দিয়েছে ভারতীয় দলে ৷ চতুর্থ টেস্টের চতুর্থদিনে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ শ্রীধর করোনা আক্রান্ত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে কিছুটা হলেও ভারতীয় দল মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে ৷ তবে, আশার কথা চতুর্থ টেস্টে জয় সেই ধাক্কা অনেকটাই মুছে দিয়েছে ৷ এই মুহূর্তে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর গোটা দলের দায়িত্বে রয়েছেন ৷ তবে, পারফরমেন্স প্রেসার চিন্তায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ হাতেগোনা কয়েকজন ক্রিকেটারের উপর অত্যধিক চাপ পড়ছে ৷ যাঁদের মধ্যে অন্যতম জসপ্রীত বুমরা ৷ প্রতি ম্যাচে উইকেট ফেলতে অধিনায়ক বিরাট কোহলিকে বুমরার প্রতি ভরসা করতে হচ্ছে ৷ যেমনটা হয়েছিল ওভালের শেষদিনে ৷ সেখানেও বুমরার পরপর দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন ৷
আরও পড়ুন : Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের
অন্যদিকে, ভারতীয় ব্যাটিং অর্ডারে অজিঙ্ক রাহানের রান না পাওয়া ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ চতুর্থ টেস্ট চলাকালীনই রাহানের রান না পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ৷ যা নিয়ে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর রাহানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ জানিয়েছিলেন, রাহানের একটা খারাপ সময় যাচ্ছে ৷ খুব দ্রুত তিনি এই সময়টা কাটিয়ে উঠে রানে ফিরবেন ৷ আর তার জন্য পুরো দলকে তাঁর পাশে থাকতে হবে এবং রয়েছেও ৷ রাঠৌরের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে ম্যানচেস্টার টেস্টে ভারতে প্রথম একাদশে সহ-অধিনায়ক রাহানে খেলছেন ৷ কিন্তু, সেখানে রান পেলে তার পরে কী হবে ? সেই প্রশ্নের কোনও উত্তর ভারতীয় ম্যানেজমেন্টের তরফে দেওয়া হয়নি ৷ প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজে 7 ইনিংস খেলে রাহানে মাত্র একটি ইনিংসে অর্ধ শতরান করেছেন ৷
আরও পড়ুন : Cricket Australia : মহিলা ক্রিকেটকে ছাড় না দিলে রাশিদদের সফর বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার
অন্যদিকে, তৃতীয় টেস্টে ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি বিশেষ প্রভাব ফেলতে পারেননি ৷ তার উপর চতুর্থ টেস্টে চোটের কারণে প্রথম একাদশ থেকে বাদ পড়ে যান ৷ তার জায়গায় উমেশ যাদব এবং শার্দূল ঠাকুর প্রথম একাদশে ঢোকেন ৷ সুযোগ পেয়ে দুই বোলারই নিজেদের প্রমাণ করেছেন ৷ এই পরিস্থিতিতে ওল্ড ট্রাফোর্ডে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কারণ মহম্মদ শামি ফিট হয়ে যাওয়ায় তাঁকে দলে ফেরানো হতে পারে ৷ কারণ, ইংল্যান্ড সফরের পর ভারতীয় ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবেন আইপিএল খেলতে ৷ সেখানেই অক্টোবর মাসে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ ফলে বুমরাকে বিশ্বকাপের আগে বিশ্রাম দিতে চাইবে ভারত ৷ তাই ম্যানচেস্টারে ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : Taliban Rule: তালিবানি ফতোয়া, বিশ্বকাপেও খেলতে পারবেন না আফগান মহিলারা