লন্ডন, 2 সেপ্টেম্বর : ভারত অধিনায়কের ফর্ম নিয়ে নানা কথা উঠছে ৷ চতুর্থ টেস্টে বিরাট কোহলি ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ৷ কিন্তু, অর্ধশতরান করে ফিরে যেতে হল তাঁকে ৷ এরপর ফিরে যান সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও ৷ 6 উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া ৷
ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ ঘাসে ভরা সিমিং উইকেটে শুরু থেকেই ভারতকে চাপে রাখতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ৷ তবে, পেস সহায়ক উইকেটে প্রথম তিন টেস্টে সফল মহম্মদ শামিকে এই ম্যাচে পাচ্ছে না ভারত ৷ তাঁর পায়ে সামান্য চোট রয়েছে বলে জানিয়েছেন বিরাট ৷ সেই সঙ্গে আরেক মিডিয়াম পেসার ইশান্ত শর্মাকেও এই ম্যাচে বসানো হয়েছে ৷ শামির জায়গায় ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন পেসার উমেশ যাদব ৷ অন্যদিকে, প্রথম টেস্ট খেলে চোটের কারণে বাদ পড়া শার্দূল ঠাকুর প্রথম একাদশে ফিরেছেন ৷ তবে, চতুর্থ টেস্টেও প্রথম একাদশে জায়গা পেলেন না অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷
আরও পড়ুন : Afghanistan Cricket: আফগানিস্তান ক্রিকেট দলকে টেস্ট খেলার ছাড়পত্র তালিবানের
ইংল্যান্ড শিবিরেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ বাঁ হাতি অলরাউন্ডার স্যাম কুরান এবং উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলারকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড ৷ তাঁদের বদলে প্রথম একাদশে এসেছেন ডানহাতি মিডিয়াম পেসার ক্রিস ওকস এবং ব্যাটসম্যান ওলি পপ ৷ জনি বেয়ারস্টো উইকেট কিপারের দায়িত্ব সামলাবেন ৷ তবে, অশ্বিনের বদলে জাদেজার নির্বাচন নিয়ে কোহলি জানিয়েছেন, ইংল্যান্ডের চার বাঁ হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে অশ্বিনের বদলে জাদেজা বেশি প্রভাবশালী হবেন ৷
ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ৷ প্রথম আধ ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত ৷ এরপর একে একে রোহিত, রাহুল ও চেতেশ্বর পূজারা আউট হন ৷ রাহানের আগে ব্যাট করতে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, ব্যাটে ভরসা দিতে ব্যর্থ হন তিনি ৷
আরও পড়ুন : India vs England: বিরাটের উইকেটের পর বাড়তি সেলিব্রেশন, কারণ জানালেন অ্যান্ডারসন
প্রসঙ্গত, তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ যে সিদ্ধান্ত বুমেরাং হয়েছিল ভারতের জন্য ৷ প্রথম ইনিংসে মাত্র 78 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত ৷ যে ম্যাচে ইনিংস এবং 76 রানে হারে ভারত ৷ সেই ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 91 রান করেন চেতেশ্বর পূজারা ৷ ইংল্যান্ডের হয়ে তৃতীয় টেস্টেও সেঞ্চুরি করেন জো রুট ৷ তিনি 121 রান করে জসপ্রীত বুমরার বলে আউট হন ৷