পশ্চিমবঙ্গ

west bengal

ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর দারুণ সুযোগ রয়েছে ভারতের : ইয়ান চ্যাপেল

By

Published : Jul 4, 2021, 7:34 PM IST

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে ৷ তাও কিউয়ি সুইং বোলিংয়ের সামনে ৷ তা সত্ত্বেও, ভারত আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সমান টক্কর দেবে বলে মনে করেন ৷ ভারতের পেস বোলিংয়ে দক্ষ হয়ে ওঠাকে এর পিছনে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন ইয়ান চ্যাপেল ৷

india-has-even-money-chance-of-beating-england-on-their-home-turf-feels-ian-chappell
ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর সমান সুযোগ ভারতের রয়েছে : ইয়ান চ্যাপেল

মেলবোর্ন, 4 জুলাই : ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর মোক্ষম সুযোগ ভারতের কাছে রয়েছে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল (Ian Chappell) ৷ অগাস্ট মাস থেকে ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল ৷ সেই সিরিজে জো রুটের দলে হারানোর ক্ষমতা ভারতের রয়েছে বলে মনে করেন সিনিয়র চ্যাপেল ৷ আর তাঁর এই আত্মবিশ্বাসের কারণ ভারতীয় দলের বিশ্বমানের পেস আক্রমণ ৷

তবে, সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) হারতে হয়েছে ভারতকে ৷ তাও কিউয়ি সুইং বোলিংয়ের সামনে ৷ তা সত্ত্বেও, ভারত আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সমান টক্কর দেবে বলে মনে করেন তিনি ৷ ভারতের পেস বোলিংয়ে দক্ষ হয়ে ওঠাকে এর পিছনে অন্যতম কারণ হিসেবে মনে করেন ইয়ান চ্যাপেল ৷ এক বেসরকারি স্পোর্টস ওয়েবসাইটে লেখা কলামে তিনি একথা জানিয়েছেন ৷

সেখানে চ্যাপেল লিখেছেন, ‘‘বিগত কয়েক বছরে ভারত দক্ষ পেস বোলিং ইউনিট গড়ে তুলেছে ৷ আর তাঁর ফলস্বরূপ ভারত অস্ট্রেলিয়ায় সফল হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে ৷ আর এখন ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর সমান সুযোগ তাদের কাছে রয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ভাল পেস বোলিং অ্যাটাক সবসময় একটি টেস্ট দলের কাছে সবচেয়ে বড় সুবিধার বিষয় ৷’’ বহু বছর ধরে ক্রিকেট বিশ্লেষকের কাজ করে আসা প্রাক্তন অজি অধিনায়ক বিশ্বাস করেন, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের মতো পেসাররা ভারতকে খুব ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

তবে, শুধু ভারতীয় পেসাররা নন ৷ ইয়ান চ্যাপেলের মনে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররাও ৷ নিউজিল্যান্ডের পেসারদের দেখে 1970 থেকে 90’র দশকের মাঝামাঝি সময়ের ওয়েস্ট ইন্ডিজ পেস বোলিং লাইনআপের কথা মনে পড়ে গিয়েছে ইয়ান চ্যাপেলের ৷ আর তাই তিনি মনে করেন, যোগ্য দল হিসেবে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছে ৷ আর এটাও প্রমাণিত করেছে টেস্ট ক্রিকেটে আজও ফাস্ট বোলিং তার দাপট বজায় রেখেছে ৷

আরও পড়ুন : ইউরোর ছায়া অ্যান্টিগুয়াতে, খেলা চলাকালীন অসুস্থ ওয়েস্ট ইন্ডিজ়ের দুই মহিলা ক্রিকেটার

ABOUT THE AUTHOR

...view details