পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেটের সম্ভাবনা, পাক সংবাদমাধ্যমের দাবি খারিজ এহসানের - আইসিসি

ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে ৷ যদিও, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ৷

high-possibility-of-india-pakistan-bilateral-cricket-series
ভারত ও পাকিস্তানের মধ্যে ফের দ্বিপাক্ষিক ক্রিকেটের সম্ভাবনা!

By

Published : Mar 25, 2021, 5:36 PM IST

নয়াদিল্লি, 25 মার্চ : ভারত ও পাকিস্তানের মধ্যে এ বছরের শেষে আয়োজিত হতে পারে তিন ম্যাচের টি-20 সিরিজ় ৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, দুই দেশের সরকারের মধ্যে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার বিষয়ে সহমত হওয়ার পরেই নাকি এই সম্ভাবনা প্রবল হয়েছে ৷

তবে, পাকিস্তান সংবাদমাধ্যম দাবি করলেও সেই সম্ভাবনা খুবই কম বলে মনে করছে ক্রিকেটমহল ৷ কারণ, আইসিসি-র তরফে আন্তর্জাতিক ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম প্রকাশ করা হয়ে গিয়েছে ৷ তবে, এক্ষেত্রে সিরিজ় আয়োজনের জন্য দুই দেশকেই সফরের জন্য সহমত হতে হবে ৷ সেক্ষেত্রে আইসিসি দু’দেশের মধ্যে নতুন করে ক্রিকেট শুরুর সেই সম্ভাবনাকে স্বাগত জানাবে ৷ তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন ৷ বৃহস্পতিবার এ নিয়ে এহসান মানি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এমন কোনও আলোচনা তাদের হয়নি ৷

আরও পড়ুন : কাঁধে হতে পারে অস্ত্রোপচার, আইপিএল-এ অনিশ্চিত শ্রেয়স

তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি সূত্র দাবি করেছে, যদি কখনও দুই দেশের মধ্যে ক্রিকেট আবারও শুরু হয়, তবে ভারতকে পাকিস্তানে সফরের জন্য যেতে হবে ৷ কারণ 2012-13 সালে শেষ দ্বিপাক্ষিক সিরিজ়ে পাকিস্তান ভারত সফরে গিয়েছিল ৷ তারপর থেকেই সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে ৷ ফলে এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান কেউ একে অপরের বিরুদ্ধে খেলেনি ৷ আসন্ন আইসিসি-র বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিরিজ় খেলার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, এ বছর অক্টোবর মাসে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ৷ ফলে পাকিস্তান আইসিসি-র এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে কি না, সে নিয়েও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details