নয়াদিল্লি, 25 মার্চ : ভারত ও পাকিস্তানের মধ্যে এ বছরের শেষে আয়োজিত হতে পারে তিন ম্যাচের টি-20 সিরিজ় ৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, দুই দেশের সরকারের মধ্যে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার বিষয়ে সহমত হওয়ার পরেই নাকি এই সম্ভাবনা প্রবল হয়েছে ৷
তবে, পাকিস্তান সংবাদমাধ্যম দাবি করলেও সেই সম্ভাবনা খুবই কম বলে মনে করছে ক্রিকেটমহল ৷ কারণ, আইসিসি-র তরফে আন্তর্জাতিক ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম প্রকাশ করা হয়ে গিয়েছে ৷ তবে, এক্ষেত্রে সিরিজ় আয়োজনের জন্য দুই দেশকেই সফরের জন্য সহমত হতে হবে ৷ সেক্ষেত্রে আইসিসি দু’দেশের মধ্যে নতুন করে ক্রিকেট শুরুর সেই সম্ভাবনাকে স্বাগত জানাবে ৷ তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন ৷ বৃহস্পতিবার এ নিয়ে এহসান মানি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এমন কোনও আলোচনা তাদের হয়নি ৷