পাতিয়ালা (উত্তর প্রদেশ), 30 মার্চ : করোনা আক্রান্ত হলেন হরমনপ্রীত কৌর ৷ আজ তাঁর কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁর সামান্য উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে ৷ তিনি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছে ৷
প্রসঙ্গত, 17 মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান’ডে ম্যাচে খেলেছিলেন হরমনপ্রীত ৷ সেই ম্যাচেই চোট পেয়ে টি-20 সিরিজ় থেকে ছিটকে যান হরমনপ্রীত ৷ তারপর থেকেই বাড়িতে ছিলেন তিনি ৷ হরমনপ্রীতের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, ‘‘তিনি বর্তমানে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন ৷ তিনি গতকাল করোনার পরীক্ষা করান এবং আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ গত 4 দিন ধরে সামান্য জ্বর থাকায় তিনি করোনার পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন ৷ তিনি স্বাভাবিক রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷’’