কলকাতা, 17 ডিসেম্বর : সুস্থ হওয়ার পর এ বার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হল প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের ৷ দীর্ঘদিনের অসুস্থতার পর রিহ্যাবিলেশন শুরু হয়েছে কেয়ার্নসের ৷ সেই রিহ্যাবের ছবি পোস্ট করেছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার (Chris Cairns Gives Update On His Recovery) ৷ যে পোস্টে তাঁর শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে ক্রিস কেয়ার্নস জানিয়েছেন, এ দিন তাঁর রিহ্যাবে সেরা দিন ছিল ৷ যেখানে তিনি প্রথমবার কোনও কিছুর সাহায্য না নিয়ে হেঁটেছেন ৷
সোশ্যাল মিডিয়ায় কেয়ার্নস তাঁর রিহ্যাবের ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত রিহ্যাবের সেরা দিন ৷ প্রথমবার হাইড্রোথেরাপি পুলে নামলাম ৷ প্রথমবার কোনও কিছুর সাহায্য ছাড়াই দাঁড়িয়েছি এবং হেঁটেছি, পুলের মধ্যে ভেসেছি ৷’’ এখানেই থামেননি কেয়ার্নস ৷ নিজের আবেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘‘আমি শুনেছিলাম আত্মার অক্সিজেন হল স্বাধীনতা... সাঁতার কাটতে পেরে এবং নিজের পা ছুঁড়তে পেরে খুব ভাল লাগছে ৷ এই অনুভতি আগে কখনও হয়নি ৷’’