পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 26, 2021, 9:31 AM IST

ETV Bharat / sports

Former England Captain Dies : প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক রে ইলিংওর্থ

89 বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ রে ইলিংওর্থ (Former England Captain Ray Illingworth Dies at age of 89) ৷ ইংল্যান্ডের হয়ে 31 ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইলিংওর্থ ৷ 1958-73 সাল পর্যন্ত মোট 61টি টেস্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি (Ray Illingworth Represent England in 61 Test Matchs) ৷ সবচেয়ে দীর্ঘ সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও উইকেট নেওয়ার রের্কড রয়েছে তাঁর (Longest Time First Class Cricket Playing Cricketer) ৷ 1970-71সালে ইংল্যান্ড তাঁর অধিনায়কত্বে অ্যাসেজ জিতেছিল ৷

Former England Captain Ray Illingworth Dies
Former England Captain Ray Illingworth Dies

লন্ডন, 26 ডিসেম্বর : প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক রে ইলিংওর্থ (Former England Captain Ray Illingworth Dies) ৷ 89 বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন এই কোচ ও নির্বাচক কমিটির চেয়ারম্যান (Former England Captain Ray Illingworth Dies Age of 89) ৷ 1958-73 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইলিংওর্থ ৷ ইংল্যান্ডের হয়ে মোট 61টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ তবে, প্রথম শ্রেণি ক্রিকেটে টানা 32 বছর খেলেছেন এই ব্রিটিশ ক্রিকেটার ৷ 1951 সাল থেকে 1983 সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ইয়র্কশায়ার এবং লেস্টারশায়ারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রে ইলিংওর্থ ৷

ইংল্যান্ডের হয়ে টেস্টে 1 হাজারের বেশি রান করা এবং একই সঙ্গে 100’র বেশি উইকেট নেওয়া হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে একজন রে ইলিংওর্থ (Ray Illingworth Represent England in 61 Test Matchs) ৷ আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে 23.24 গড়ে 1836 রান করেছেন ৷ সেই সঙ্গে 122টি উইকেট রয়েছে তাঁর নামে ৷ টেস্ট ক্রিকেটে ইলিংওর্থের বোলিং গড় ছিল 31 ৷ ইংল্যান্ডের হয়ে 31টি টেস্টে অধিনায়কত্ব করেছেন ৷ যেখানে রে ইলিংওর্থের নেতৃত্ব ইংল্যান্ড 1970-71 সালের অ্যাসেজ সিরিজ জিতেছিল ৷

আরও পড়ুন : Joe Root makes history : এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান, স্মিথকে টপকে রেকর্ড অধিনায়ক রুটের

15 বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব একটা উজ্জ্বল না হলেও, ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টিতে তাঁর রান এবং উইকেট নেওয়ার রেকর্ড ভাঙা কার্যত অসম্ভব ৷ 32 বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে 24 হাজার 134 রান করেছেন (Longest Time First Class Cricket Playing Cricketer) ৷ আর উইকেটের তালিকা আরও ঈর্ষনীয় ৷ 2 হাজার 72টি উইকেট রয়েছে তাঁর নামে ৷ তাঁর নেতৃত্বে ইয়র্কশায়ার 1966-68 পরপর তিনটি মরসুমে কাউন্টি চ্যাম্পিয়ন হয়েছিল ৷ 1960 সালে ইংল্যান্ডের উইসডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার সম্মান দেওয়া হয় ইলিংওর্থকে ৷

1995-96 সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন ৷ এমনকি টানা তিন বছর ইংল্যান্ডের জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ 2010-11 পর্যন্ত ইয়র্কশায়ার ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বও ছিল রে ইলিংওর্থের উপর ৷ তাঁর প্রয়াণে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে শোকপ্রকাশ করা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details