লিডস, 26 অগস্ট : মাত্র দু’ঘণ্টায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার ৷ হ্যাঁ, লর্ডস টেস্টে যে ভারতীয় ব্যাটিংকে অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল ৷ সেই ব্যাটিং লাইনআপকে মাত্র কয়েক মুহূর্তে ধুলিসাৎ করে দিলেন জিমি অ্যান্ডারসন (James Anderson) এবং অলি রবিনসনরা ৷ বুধবার থেকে লিডসের হেডিংলি স্টেডিয়ামে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ৷ যে ম্যাচে মাত্র 78 রানে অল আউট হয়ে গেল গোটা ভারতীয় দল ৷ পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের এমন বেহাল দশার পিছনে অন্যতম কারিগর জিমি অ্যান্ডারসন ৷ প্রথম স্পেলেই ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে নিজের সুইংয়ের শিকার করেন জিমি ৷
প্রসঙ্গত, এতদিন টস ভাগ্য বিরাট কোহলি (Virat Kohli)-র সঙ্গে ছিল না ৷ কিন্তু, বুধবার টস জেতেন ভারত অধিনায়ক ৷ হেডিংলির ব্যাট সহায়ক পিচে তাই চোখ বুজে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি ৷ কিন্তু, জিমি অ্যান্ডারসনের হাতের জাদুর কাছে পিচ আবহাওয়া সব কিছুই যে, কাগুজে শব্দ ! প্রথমদিনের উইকেটের তাজাভাবকে কাজে লাগিয়ে প্রথম ওভারেই ফর্মে থাকা কে এল রাহুলকে আউট করেন জিমি ৷ দিনের প্রথম বলে সিঙ্গল নিয়ে নন স্ট্রাইকার এন্ডে চলে যান রোহিত শর্মা ৷ এর পরেই আত্মবিশ্বাসী রাহুলের জন্য ফাঁদ পাতেন জিমি ৷ পর পর তিনটি বল অফস্টাম্পের বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসেন তিনি ৷ শুরুতেই তিনটি বল ব্যাটের মাঝখানে খেলতে পেরে আত্মবিশ্বাস বেড়ে যায় লর্ডস টেস্টের সেঞ্চুরিয়নের ৷ কিন্তু, এখানেই অর্ধেকর বেশি খেলা জিতে নেন জিমি ৷ পাঁচ নম্বর বলটি গুড লেন্থ এবং স্লটের মাঝামাঝি পিচ করান জিমি এবং এবার সেটা অফস্টাম্প লাইন থেকে আউট সুইং করান ইংল্যান্ডের সর্বকালের সেরা মিডিয়াম পেসার ৷ আত্মবিশ্বাসে ভরপুর রাহুল ফ্রন্টফুটে গিয়ে ড্রাইভ করতেই বল ব্যাটের কানা ছুঁয়ে সোজা জস বাটলারের গ্লাভসে গিয়ে জমা হয় ৷
এখানেও প্রশংসা করতে হবে জিমি অ্যান্ডারসনের ৷ নতুন ডিউক বলের সুইংকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা হয়তো জিমির থেকে ভাল কেউ জানেন না ৷ নিয়ন্ত্রিত সুইংয়ের কারণেই রাহুলের ব্যাটের কানা খুঁজে নেয় বল ৷ আর রাহুল আউট হতেই নতুন বলে ইংল্যান্ড পেসারদের সামনে পড়তে হয় চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের ৷ যা প্রথম দুই টেস্টে করতে হয়নি ৷ প্রথম দু’টি টেস্টে ভারতের ইন ফর্ম দুই ব্যাটসম্যান নতুন বল সামলে দেওয়ায়, ইংল্যান্ড বোলরাদের সুইং বোলিং সেভাবে খেলতে হয়নি ভারতের মিডল অর্ডারকে ৷ কিন্তু, সব ম্যাচে যে ভারতীয় ওপেনারা ভাল খেলবেন, তা বলা হতে পারে না ৷