পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs ENG 1st Test : বৃষ্টি ভেস্তে দিল ম্যাচ, বিরাটদের প্রথম টেস্ট ড্র - নটিংহ্যাম

কটানা বৃষ্টির জেরে এদিন শেষ পর্যন্ত একটি বলও গড়াল না মাঠে ৷ যদিও মাঝে একবার বৃষ্টি থামে ৷ সেই সময় আম্পায়াররা সিদ্ধান্ত নেন মাঠ পরিদর্শন করবেন ৷ মাঠ খেলার উপযুক্ত মনে করলে খেলা শুরু করা হবে বলে সিদ্ধান্ত হয় ৷ কিন্তু মাঠ পরিদর্শনের আগেই ফের বৃষ্টি শুরু হয়ে যায় ৷

s
s

By

Published : Aug 8, 2021, 9:07 PM IST

Updated : Aug 8, 2021, 9:51 PM IST

নটিংহ্যাম, 8 অগস্ট: বৃষ্টি ভেস্তে দিল পঞ্চম দিনের খেলা ৷ ফলে ড্র হল নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজের ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ ৷ একটানা বৃষ্টির জেরে এদিন শেষ পর্যন্ত একটি বলও গড়াল না মাঠে ৷ যদিও মাঝে একবার বৃষ্টি থামে ৷ সেই সময় আম্পায়াররা সিদ্ধান্ত নেন মাঠ পরিদর্শন করবেন ৷ মাঠ খেলার উপযুক্ত মনে করলে খেলা শুরু করা হবে বলে সিদ্ধান্ত হয় ৷ কিন্তু মাঠ পরিদর্শনের আগেই ফের বৃষ্টি শুরু হয়ে যায় ৷ এর পরই ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ড্র ঘোষণা করা হয় ৷

প্রথম টেস্টে টসে জেতে ইংল্যান্ড ৷ ইংল্যান্ড অধিনায়ক জো রুট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন । ভাল বল করেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা ৷ 183 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ অন্যদিকে প্রথম ইনিংসে ভারত করে 278 রান ৷ দ্বিতীয় ইনিংসে ভাল রান তোলে ইংল্যান্ড ৷ জো রুটের সেঞ্চুরিতে দৌলতে ইংল্যান্ড করে 303 রান ৷ ফলে বিরাটদের টার্গেট ছিল 209 রান ৷ চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল 1 উইকেটে 52 ৷

আরও পড়ুন: বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি

বিরাট-রোহিতদের জিততে হলে আজ তুলতে হত 157 রান ৷ কিন্তু ম্যাচ হতে দিল না বৃষ্টি ৷ এদিন জিতলেই পাঁচ টেস্টের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যেতেন কোহলিরা ৷ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ ড্র ঘোষণা করা হয় ম্যাচ ৷ সিরিজের পরের ম্যাচ 12 অগস্ট ৷

Last Updated : Aug 8, 2021, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details