পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69 - জারভো 69

হেডিংলিয়ের পর এবার লন্ডনের ওভালেও মাঠে ঢুকে পড়লেন ব্রিটিশ সমর্থক ড্যানিয়েল জার্ভিস ওরফে জারভো সিক্সটি নাইন ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে 34তম ওভার শুরুর সময় মাঠে ঢোকে জারভো ৷

Daniel Jarvis aka Jarvo 69 Invaded the Pitch again on Second Day of India vs England 4th Test
হেডিংলি’র পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

By

Published : Sep 3, 2021, 6:41 PM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর : ড্যানিয়েল জার্ভিস ! জারভো সিক্সটি নাইন নামেও পরিচিত এই ইংল্যান্ড ক্রিকেট সমর্থক ৷ লিডসে হেডিংলি টেস্টের পর এবার লন্ডনের ওভালেও পিচের মাঝখানে চলে এলেন তিনি ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ইংল্যান্ড ব্যাট করার সময় কেনিংগটন ওভালের মাঠে ঢুকে সোজা পিচে চলে যান তিনি ৷ ঘটনাটি ঘটে 34তম ওভারে ৷ ওই সময় নিজের বোলিং রান আপে প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব ৷ ঠিক সেই সময় তাঁর সিক্সটি নাইন নম্বর জার্সি পড়ে মাঠে ঢুকে পড়েন জারভো ৷ যার জেরে প্রায় 5 মিনিট খেলা বন্ধ ছিল ৷ পরে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে জারভোকে বের করে নিয়ে যায় ৷

প্রসঙ্গত, হেডিংলিয়ে তৃতীয় টেস্টের সময় মাঠে ঢুকে পড়েন ড্যানিয়েল জার্ভিস ৷ সেই সময় একটি ব্যাট হাতে পিচে ব্যাটসম্যানের পপিং ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিং স্টান্ট নিতে দেখা যায় জারভোকে ৷ সেই ঘটনার সময়ও খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় ৷ সেই সময়েও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয় ৷ তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় জারভো পিচের মাঝে চলে যান ৷ তাঁর বিরুদ্ধে পিচের ক্ষতি করার অভিযোগ করা হয়েছে ৷ ওই ঘটনার পর হেডিংলি স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে জারভো’র উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷ এবার ওভালেও সেই রকম কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

আরও পড়ুন : Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী

প্রসঙ্গত, চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 191 রানে অলআউট হওয়ার পর ভারতীয় দল দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ৷ যেখানে ভারতের দুই অভিজ্ঞ পেসার উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ইংল্যান্ড টপ অর্ডারকে অল্প রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন ৷ প্রথমদিনেই ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে বোল্ড করেন উমেশ ৷ আজ সকালে ভারতের 2 উইকেটই উমেশ নিয়েছেন ৷

আরও পড়ুন : India vs England: উমেশের মাইলস্টোন, 62 রানে 5 উইকেট হারাল ইংল্য়ান্ড

ABOUT THE AUTHOR

...view details