মেলবোর্ন, 9 সেপ্টেম্বর : তালিবান শাসনে আফগানিস্তান মহিলা ক্রিকেট দলকে খেলার অনুমতি না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ জানিয়ে দেওয়া হল, মহিলা দলকে ক্রিকেট থেকে বঞ্চিত করলে আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান পুরুষ দলের ম্যাচ আয়োজন করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ তালিবানের সংস্কৃতি কমিশনের তরফে আহমদুল্লা ওয়াসিক গতকাল জানিয়েছিল, আফগান মহিলাদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই ৷ যার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ দলের ম্যাচ বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ৷
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের বেড়ে ওঠার গুরুত্ব অনেক বেশি ৷ ক্রিকেট নিয়ে আমাদের চিন্তাধারা হল, এই খেলা সবার ৷ আর প্রতিটি স্তরে মহিলাদের ক্রিকেটকে সমানভাবে আমরা সমর্থন করব ৷ সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে মহিলাদের ক্রিকেটকে সমর্থন করা হবে না ৷ আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কোনও বিকল্প নেই ৷ যেখানে প্রস্তাবিত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ হোবার্টে আয়োজন করা হবে না ৷ পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বোর্ডের তরফে ৷
আরও পড়ুন : Taliban: মহিলাদের বিক্ষোভের খবর করায় আফগান সাংবাদিকদের নৃশংস মার তালিবানের