পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ENG vs IND : লর্ডসে বাউন্সারের প্রয়োগ কেন থামাননি কোচ সিলভারউড, প্রশ্ন ভনের - মাইকেল ভন

বুমরা এবং শামিকে দ্বিতীয় টেস্টে বাউন্সার দেওয়া নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং কোচ ক্রিস সিলভারউডের সমালোচনা করেলন মাইকেল ভন ৷ তাঁর যুক্তি, রুট যখন মাঠে ভুল করছিলেন, সেই সময় কোচ হিসেবে সিলভারউডের উচিত ছিল তাঁকে থামানো ৷

Chris Silverwood should Stop Joe Root to Bowl Bouncer to Jasprit Bumrah says Michael Vaughan
লর্ডসে বাউন্সারের প্রয়োগ কেন থামাননি কোচ সিলভারউড ? প্রশ্ন ভনের

By

Published : Aug 22, 2021, 7:33 PM IST

লন্ডন, 22 অগস্ট : লর্ডসে দ্বিতীয় টেস্টে মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)-র বিরুদ্ধে ইংল্যান্ডের বাউন্সার (Bouncer) নীতির সমালোচনা করলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক (Michael Vaughan) মাইকেল ভন ৷ আর এ নিয়ে ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি ৷ তাঁর বক্তব্য, পঞ্চমদিনে মধ্যাহ্নভোজের আগে শেষ আধঘণ্টায় ইংল্যান্ডের বোলাররা বুমরা এবং শামিকে বাউন্সারের পর বাউন্সার মারছিল, তখন কোচ সিলভারউড কেন অধিনায়ক জো রুটকে আটকাননি ৷ তিনি বলেন, ‘‘মধ্যাহ্নভোজের আগে শেষের 20 মিনিট সবচেয়ে খারাপ সময় গিয়েছিল ৷’’

প্রসঙ্গত, ইংল্যান্ডের টেল এন্ডাররা যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন তাঁদের বিশেষ করে জিমি অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার করেছিলেন বুমরা, শামি এবং সিরাজ ৷ ভারতের দ্বিতীয় ইনিংসে শামি এবং বুমরা ব্যাট করার সময় মার্ক উড এবং অলি রবিনসন লাগাতার তাঁদের বাউন্সার করে গিয়েছিলেন ৷ এমনকি দুই টেল এন্ডারের সঙ্গে উতপ্ত বাক্য বিনিময় হয় ব্রিটিশ পেসারদের ৷

ইংল্যান্ড দলের এই কৌশল একেবারেই মেনে নিতে পারেননি প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন ৷ তাঁর মতে, সেই সময় কোচ ক্রিস সিলভারউডের উচিত ছিল, কাউকে মাঠে পাঠিয়ে বার্তা দেওয়া, যাতে বাউন্সার বল করা বন্ধ হয় ৷ এক্ষেত্রে তিনি নিজের উদাহরণ দিয়েছেন ৷ ভন বলেন, ‘‘আমার যখন মাঠে স্মৃতিভ্রম হয়েছিল, তখন কোচ ডানকান ফ্লেচার আমার সঙ্গে সেটাই করেছিলেন (মাঠে বার্তা পাঠানোর প্রসঙ্গে) ৷’’

আরও পড়ুন : Ind W vs Aus W : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজার প্রাক্তন ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায়

এ নিয়ে মাইকেল ভন ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটারদের (জিমি অ্যান্ডারসন এবং জনি বেয়ারস্টো) সমালোচনা করতেও ছাড়েননি ৷ তিনি বলেন, ‘‘বুমরাকে বাউন্সার করতে গিয়ে কীভাবে ইংল্যান্ড ম্যাচ থেকে হারিয়ে গিয়েছে এ নিয়ে অনেক লেখা এবং আলোচনা হয়েছে ৷ কিন্তু, জো রুটকে তাঁর দলের কিছু সিনিয়র ক্রিকেটারও হতাশ করেছেন ৷ যাঁদের উচিত ছিল তৎক্ষণাৎ রুটকে থামানো ৷’’ আগামী 25 অগস্ট লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড ৷ যে ম্যাচে মানসিকভাবে এবং সিরিজের ফলাফলের নিরিখে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারতীয় দল ৷

ABOUT THE AUTHOR

...view details