কুইনসল্যান্ড, 30 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়া মহিলা দল এবং ভারতীয় মহিলা দলের মধ্যে দিনরাতের একমাত্র টেস্ট ৷ আর সেই টেস্টের প্রথমদিনের প্রায় অর্ধেকটা সময়ই বৃষ্টিতে ভেস্তে গেল ৷ তবে, টেস্টের প্রথমদিনে দাপট দেখালেন ভারতীয় ব্যাটাররা ৷ যেখানে দাপট দেখালেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ৷ শেফালি 64 বলে 31 রান করে আউট হলেও, প্রথম উইকেটে 93 রানের পার্টনারশিপ করেন ৷ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে আরেক ওপেনার স্মৃতি পুরো ম্যাচে নিজের দাপট দেখালেন ৷ তিনি 114 বলে 80 রানে নট আউট রয়েছেন ৷
এ দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ৷ ওপেন করতে নেমে ভারতীয় ব্যাটাররা সাবধানে শুরু করেন ৷ নতুন গোলাপী বলের সুইং সামলে স্কোর বোর্ড সচল রাখে ভারতীয় মহিলা দল ৷ শেফালি এবং স্মৃতি দু’জনেই রক্ষণাত্মক ভূমিকা নেন ৷ বিশেষ করে স্মৃতি ৷ অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন শেফালিকে নিজের স্বাভাবিক ছন্দে খেলার স্বাধীনতা দেন স্মৃতি ৷ আর তিনি উল্টোদিক থেকে উইকেট ধরে রাখেন ৷ শেফালি তাঁর 31 রানের ইনিংসে 4টি চার মারেন ৷