পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AUSW vs INDW: স্মৃতির দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে চালকের আসনে ভারত

অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিনে অ্যাডভান্টেজ ভারত ৷ বৃষ্টি মাঝপথেই খেলা বন্ধ হয়ে গেলেও, প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে শুরুটা ভালই করেছেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ৷ শেফালি 31 রানে আউট হয়ে গেলেও, স্মৃতি 80 রানে অপরাজিত

Australia Women vs India Women Only Test 1st Day Match Report
স্মৃতির দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে চালকের আসনে ভারত

By

Published : Sep 30, 2021, 7:44 PM IST

কুইনসল্যান্ড, 30 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়া মহিলা দল এবং ভারতীয় মহিলা দলের মধ্যে দিনরাতের একমাত্র টেস্ট ৷ আর সেই টেস্টের প্রথমদিনের প্রায় অর্ধেকটা সময়ই বৃষ্টিতে ভেস্তে গেল ৷ তবে, টেস্টের প্রথমদিনে দাপট দেখালেন ভারতীয় ব্যাটাররা ৷ যেখানে দাপট দেখালেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ৷ শেফালি 64 বলে 31 রান করে আউট হলেও, প্রথম উইকেটে 93 রানের পার্টনারশিপ করেন ৷ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে আরেক ওপেনার স্মৃতি পুরো ম্যাচে নিজের দাপট দেখালেন ৷ তিনি 114 বলে 80 রানে নট আউট রয়েছেন ৷

এ দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ৷ ওপেন করতে নেমে ভারতীয় ব্যাটাররা সাবধানে শুরু করেন ৷ নতুন গোলাপী বলের সুইং সামলে স্কোর বোর্ড সচল রাখে ভারতীয় মহিলা দল ৷ শেফালি এবং স্মৃতি দু’জনেই রক্ষণাত্মক ভূমিকা নেন ৷ বিশেষ করে স্মৃতি ৷ অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন শেফালিকে নিজের স্বাভাবিক ছন্দে খেলার স্বাধীনতা দেন স্মৃতি ৷ আর তিনি উল্টোদিক থেকে উইকেট ধরে রাখেন ৷ শেফালি তাঁর 31 রানের ইনিংসে 4টি চার মারেন ৷

আরও পড়ুন : Sourav Ganguly: কন্যাকে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে খোশ মেজাজে মহারাজ

অন্যদিকে, স্মৃতি তাঁর 80 রানের অপরাজিত ইনিংসে 15টি চার এবং 1টি ছয় মেরেছেন ৷ মলিনিউক্সের বলে শেফালি ভার্মা আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামেন পুনম রাউত ৷ তিনি 57 বলে 16 রানে অপরাজিত রয়েছেন ৷ স্মৃতি এবং পুনম মিলে 39 রানের পার্টনাশিপ গড়েছেন ৷ প্রথমদিন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে না গেলে ভারত আজ অনেক পোক্ত জায়গায় চলে যেতে পারত ৷ দ্বিতীয় দিনের শুরুটাও আজকের মতো করলে অজি বোলিং লাইন আপকে চাপে রাখা যাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷ পাশাপাশি টেস্টে প্রথম সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছেন স্মৃতি ৷ তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপী বলের দিন-রাতের টেস্টে ৷

আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর

ABOUT THE AUTHOR

...view details