মেলবোর্ন, 4 এপ্রিল : লাগাতার আন্তর্জাতিক ওয়ান’ডে ম্যাচ জেতার বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল ৷ আজ মাউন্ট মানগানুইয়ের বে ওভালে নিউজ়িল্যান্ড মহিলা দলকে 6 ইউকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন অজ়ি মহিলা ক্রিকেট দল ৷ সেই সঙ্গে রিকি পন্টিংয়ের প্রাক্তন অস্ট্রেলিয়া দলের লাগাতার 21 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকেও পিছনে ফেলে দিলেন তাঁরা ৷ 2017 সালের অক্টোবরের পর থেকে কোনও ওয়ান’ডে ম্যাচে হারেনি অস্ট্রেলিয়ার এই মহিলা ক্রিকেট দল ৷
প্রসঙ্গত, 2003 সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ান ক্রিকেট দল টানা 21 ম্যাচ জিতেছিল ৷ অস্ট্রেলিয়ান মহিলা দলের এই বিজয়যাত্রা শুরু হয়েছিল 2018 সালের মার্চ মাস থেকে ৷ পাকিস্তান মহিলা দলকে 3-0 সিরিজ় হারায় তারা ৷ এর পর নিউজ়িল্য়ান্ডকে 3-0 ফলে সিরিজ হারায় অজ়িরা ৷ এর পর একে একে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, নিউজ়িল্যান্ডে পরপর 3-0 ফলাফলে ওয়ান’ডে সিরিজ়ে হারিয়েছে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা ৷ আর আজকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আরেকটি 3 ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ জিতে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল ৷