পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Pat Cummins ruled out of Adelaide Test: কোভিড আতঙ্কে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেতা বদল অস্ট্রেলিয়ার - অ্যাডিলেড টেস্টে নেই প্যাট কামিন্স

কোভিড রোগীর সংস্পর্শে চলে আসায় অ্যাসেজের দ্বিতীয় টেস্ট (Ashes 2nd test)-এর থেকে বাদ পড়তে হল অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins ruled out of Adelaide Test)৷ অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith to captain Australia)৷

Ashes: Pat Cummins ruled out of Adelaide Test due to Covid scare, Steve Smith to captain Australia
কোভিড আতঙ্কে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে নেই অজি ক্যাপ্টেন কামিন্স

By

Published : Dec 16, 2021, 9:22 AM IST

Updated : Dec 16, 2021, 9:36 AM IST

অ্যাডিলেড, 16 ডিসেম্বর: অ্যাসেজের দ্বিতীয় টেস্টের (Ashes 2nd test) আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ৷ কোভিড আতঙ্কের জেরে এই টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins ruled out of Adelaide Test)৷ তিনি একজন কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন ৷ তাই তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ কামিন্সের পরিবর্তে এই ম্যাচে (Adelaide Test) অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা স্টিভ স্মিথ (Steve Smith to captain Australia)৷ অর্থাৎ স্যান্ডপেপারগেট কাণ্ডের পর নেতৃত্ব হারানো স্মিথের হাতে ফের একবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃ্ত্বে ব্যাটন ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে যে, বুধবার অ্যাডিলেডের একটি রেস্তোরাঁয় খেতে গেলেও বায়ো-সিকিওরিটি প্রোটোকল ভাঙেননি প্যাট কামিন্স (Pat Cummins out due to Covid scare)৷ তবে দক্ষিণ অস্ট্রেলিয়া স্বাস্থ্য দফতর নিশ্চিত করেছে যে, কামিন্স এমন একজনের সংস্পর্শে এসেছিলেন যাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সেই কারণেই সংক্রমণ ছড়ানো এড়াতে অজি অধিনায়ককে 7 দিনের জন্য আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ গোটা ঘটনা জানার পর নিজেকে আইসোলেশনে রেখেছেন কামিন্স ৷ তিনি আরটি-পিসিআর পরীক্ষাও করিয়েছেন, তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, মেলবোর্নে বক্সি ডে-তে শুরু হওয়া তৃতীয় অ্যাসেজ টেস্টেই খেলতে পারবেন প্যাট কামিন্স ৷

আরও পড়ুন:Ashes 2021-22 Brisbane Test : লিয়নের দাপটে গাব্বায় ধরাশায়ী ইংল্যান্ড, 9 উইকেটে জয় অস্ট্রেলিয়ার

এ দিকে, উদ্ভুত পরিস্থিতিতে আবারও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে স্টিভ স্মিথের কাছে ৷ 2018 সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ তার পর এই প্রথম আবার নেতৃত্বে স্টিভ স্মিথ ৷ তীব্র বিরোধিতা সত্ত্বেও অ্যাসেজের আগে স্মিথকেই সহ-অধিনায়ক করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন :Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ স্মিথ অধিনায়ক হওয়ায় এই টেস্টের সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ট্র্যাভিস হেড ৷ অ্যাসেজের দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটতে চলেছে পেসার মাইকেল নাসেরের ৷

Last Updated : Dec 16, 2021, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details