পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Afghanistan Cricket : তালিবান রাজে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আফগান ক্রিকেট দল

তালিবান রাজ শুরুর পর প্রথমবার আন্তর্জাতিক স্তরে কোনও খেলায় অংশ নিচ্ছেন আফগানিস্তানের খেলোয়াড়রা ৷ আফগানিস্তানের অনুর্ধ্ব-19 ক্রিকেট দল 4টি ওয়ান’ডে এবং একটি 4 দিনের ম্যাচ খেলার জন্য বাংলাদেশ পৌঁছাল ৷ আগামী 10 সেপ্টেম্বর বাংলাদেশ অনুর্ধ্ব-19 দলের বিরুদ্ধে তাঁদের প্রথম ম্যাচ ৷

Afghanistan Under 19 Cricket Team In Taliban Era Arrives In Bangladesh
তালিবান রাজে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আফগান ক্রিকেট দল

By

Published : Sep 5, 2021, 5:25 PM IST

ঢাকা, 5 সেপ্টেম্বর : তালিবানের দখলে যাওয়ার পর প্রথম কোনও আন্তর্জাতিক সফরে আফগান ক্রিকেটাররা ৷ তবে, সিনিয়র দল নয় ৷ আফগান অনুর্ধ্ব-19 দল বাংলাদেশে গিয়েছে 5টি বেসরকারি ওয়ান’ডে ম্যাচ এবং একটি 4 দিনের ম্যাচ খেলার জন্য ৷ বাংলাদেশ অনুর্ধ্ব-19’র বিরুদ্ধে এই সিরিজ খেলতে আফগান ক্রিকেটাররা শনিবার ঢাকা পৌঁছেছেন ৷ আগামী 10 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচগুলি হবে ৷

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র রাবিদ ইমাম বলেন, ‘‘প্রথম গ্রুপে 8 জন ক্রিকেটার ঢাকা পৌঁছেছেন ৷ বাকি ক্রিকেটাররা আরও দু’টি গ্রুপে একে একে বাংলাদেশে পৌঁছবেন ৷’’ তাঁরাই আফগানিস্তানের তরফে প্রথম কোনও দল, যাঁরা তালিবানের দখলে যাওয়ার পর আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামতে চলেছেন ৷ প্রসঙ্গত, গত 15 অগস্ট কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের দখল পুরোপুরি তালিবান জঙ্গিদের হাতে চলে গিয়েছে ৷ আর তার পর থেকেই একে একে বহু বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে তালিবানিরা ৷ যেখানে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মহিলাদের স্বাধীনতার উপর ৷

আরও পড়ুন :Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র ইমাম জানিয়েছেন, আফগান ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা সবাই ঢাকায় পৌঁছানোর পর, দ্রুত তাঁদের বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের রাজ্য সিলেটে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেখানেই তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন ৷

আরও পড়ুন : Faiz Hameed : সব ঠিক হয়ে যাবে, কাবুল পৌঁছে বার্তা আইএসআই প্রধানের

ABOUT THE AUTHOR

...view details