কলকাতা, 25 জানুয়ারি: প্রাণহীন ইডেনে কাঁটা চোট ৷ বাংলা বনাম ওড়িশা ম্যাচের দ্বিতীয় দিন এতটাই সাদামাটা যে, কোনও ক্রিকেটারের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রে নয় ৷ আলোচনার মূল বিষয় বাংলা ক্রিকেটারদের চোট (Injury is Concern for Bengal Team in Ranji Trophy) ৷ দিনের দ্বিতীয় ওভারে বাংলার আকাশদীপ চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে আঙুলে চোট পেলেন অনুষ্টুপ মজুমদার ৷ শুভ্রাংশু সেনাপতির নেওয়া জোরালো শট রুখতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে অনুষ্টুপের ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, অনুষ্টুপের চোটে ভয়ের কিছু নেই ৷ ব্যাট করতেও অসুবিধা হবে না তাঁর ৷
লক্ষ্মী জানিয়েছেন, অনুষ্টুপের ব্যাটিং অর্ডার পিছিয়ে দেওয়ার ভাবনাও রয়েছে, চোট পাওয়া আঙুলকে বিশ্রাম দিতে ৷ একইভাবে আকাশদীপের চোট ঘিরেও বাড়তি চিন্তার কারণ নেই বলে জানাচ্ছেন লক্ষ্মী ৷ ফিল্ডিং করার সময় লাফিয়ে ওঠা বল আকাশদীপের মাথায় লাগে ৷ তাঁর স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে ৷ তবে, কনকশন পরিবর্ত হিসেবে গীত পুরীকে নামানো হয়েছে ৷ নিয়ম অনুসারে আকাশদীপ এই ম্যাচে আর মাঠে নামবেন না ৷ গীত পুরী বাকি দু’দিন ব্যাটিং-বোলিং করবেন ৷ অভিষেক ম্যাচে আকাশ ঘটক 2 উইকেট পেলেও তিনিও চোট পেয়েছেন ৷ ফিল্ডিং করার সময় চশমা ভাঙল তাঁর ৷ ব্যাটিং করার সময় চোট পেলেন সুদীপ ঘরামিও ৷ একদিনে এত চোট চিন্তায় ফেলেছে বাংলা দলকে ৷ তবে, এ নিয়ে এত ভাবতে চাইছে না বাংলা টিম ম্যানেজমেন্ট ৷