পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Sharma: সারেনি আঙুলের চোট, ঢাকায় দ্বিতীয় টেস্টেও নেই রোহিত - কেএল রাহুল

আঙুলের চোটের কারণে ঢাকা টেস্টেও নেই রোহিত শর্মা (Injured Rohit Sharma Ruled Out of Dhaka Test) ৷ আঙুলে স্টিফনেস রয়েছে বলে বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে ৷ জানুয়ারি মাস থেকে ঘরের মাঠে লম্বা আন্তর্জাতিক সিরিজ রয়েছে ৷ সেই কারণে কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট ৷

Rohit Sharma Ruled Out of Dhaka Test  File Image
ঢাকা টেস্টেও নেই অধিনায়ক রোহিত শর্মা

By

Published : Dec 20, 2022, 2:16 PM IST

ঢাকা, 20 ডিসেম্বর: বাঁ-হাতের আঙুলে চোটের কারণে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও খেলতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা (Injured Rohit Sharma Ruled Out of Dhaka Test) ৷ বিসিসিআই-এর তরফে সোমবার অফিসিয়ালি সেকথা জানানো হয়েছে ৷ একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড় সরে যায় রোহিতের ৷ এমনকি হাতে সেলাইও পড়ে রোহিতের ৷ যার জেরে তৃতীয় একদিনের ম্যাচ এবং চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি রোহিত ৷ এবার দ্বিতীয় একদিনের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না ৷ তাই সহ-অধিনায়ক কেএল রাহুল দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ৷ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে ৷

রোহিত যে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না, তা প্রথম জানা যায় সোমবার ৷ বিসিসিআই-এর তরফে জানানো হয়, ভারত অধিনায়কের বাঁ-হাতের বুড়a আঙুলের চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি ৷ চলতি সিরিজে দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান রোহিত ৷ জানা গিয়েছে, তাঁর চোট পাওয়া আঙুলে এখনও সামান্য আড়ষ্ঠভাব রয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট ৷

প্রসঙ্গত, জানুয়ারি মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ও একদিনের সিরিজ রয়েছে ৷ তারপর 17 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত ৷ শেষে 3টে টি-20 ৷ এর পর ফেব্রুয়ারি মাস থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিতরা ৷ ফলে ভারত অধিনায়ককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে টেস্ট দল হিসেবে অনেকটা শক্তিশালী ভারতীয় দল ৷

আরও পড়ুন:প্রীতমের চোট, ফের চার পেসারে জয়ের খোঁজে বাংলা

প্রসঙ্গত, চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় প্রথম একাদশের অনেক ক্রিকেটারই মাঠের বাইরে রয়েছেন ৷ যাঁদের মধ্যে অন্যতম টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজাও চোটের কারণে মাঠে বাইরে ৷ ফলে নতুন করে কোনও ঝুঁকি নিতে নারাজ কোচ রাহুল দ্রাবিড় ৷ তিনি ঘরের মাঠে দু’শো শতাংশ ফিট রোহিতকে দলে চাইছেন ৷ তাই বাংলাদেশের বিরুদ্ধে 22 ডিসেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে কেএল রাহুল অধিনায়কত্ব করবেন ৷ যতদূর জানা যাচ্ছে, ঢাকার টেস্টে ভারতীয় দল অপরিবর্তিত থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details