হায়দরাবাদ, 11 অক্টোবর: পাকিস্তানের বিরুদ্ধে 344 রানের বিশাল রান ডিফেন্ড করতে না পারার কারণ, শ্রীলঙ্কার অনভিজ্ঞ বোলিং লাইন-আপ ৷ এমনটাই মনে করেন শ্রীলঙ্কার অফস্পিনার মহিশ থিকশানা ৷ মঙ্গলবার হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে 345 রান তাড়া করে 6 উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান ৷ যেখানে মহম্মদ রিজওয়ান এবং আবদুল্লা শফিকের জোড়া সেঞ্চুরির দৌলতে 10 বল বাকি থাকতে ম্যাচ জেতে বাবরের দল ৷
শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (122) ও সাদিরা সমরাবিক্রমার (108) জোড়া সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে 344 রান তোলে ৷ কিন্তু, সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হন শ্রীলঙ্কান বোলাররা ৷ আর এর জন্য শ্রীলঙ্কান বোলিংয়ের অনভিজ্ঞতা দায়ী বলে মনে করেন মহীশ থিকশানা ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা স্কোরবোর্ডে কমপক্ষে 20 রান কম তুলেছি ৷ আমরা 370 থেকে 380 রান তুলতে পারতাম ৷ এমনকী বোলিংয়েও আমরা অনেক ভুল করেছি ৷ সেই সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারিনি ৷ মাঠেও আমরা তিন বিভাগেই পুরোপুরি ব্যর্থ হয়েছি ৷ আমরা খারাপ ক্রিকেট খেলেছি বলেই হারতে হয়েছে ৷’’