পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

INDW vs ENGW T20I: ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে, হারের পর বিস্ফোরক হরমনপ্রীত - Harmanpreet Kaur

ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে ৷ ম্যাচ অফিসিয়াল, আম্পায়ার এবং আইসিসি’র বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কর (Harmanpreet Kaur) ৷ এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি20-তে 9 উইকেটে হেরে যায় ভারতের মেয়েরা (INDW vs ENGW T20I) ৷

indw-vs-engw-t20i-england-beat-india-by-9-wickets
indw-vs-engw-t20i-england-beat-india-by-9-wickets

By

Published : Sep 11, 2022, 4:00 PM IST

লন্ডন, 11 সেপ্টেম্বর: ভারতীয় মহিলা দলকে বাধ্য করা হয়েছে ভেজা মাঠে খেলার জন্য ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৷ শনিবার টি20 সিরিজের প্রথম ম্যাচে (INDW vs ENGW T20I) হেলায় ভারতীয় মহিলা দলকে হারায় ইংল্যান্ড ৷ 13 ওভারে 133 রানের টার্গেট তাড়া করেন সোফিয়া ডাঙ্কলেরা ৷ এদিন টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস ৷ প্রথমে ব্যাট করে মাত্র 132 রান তোলেন স্মৃতি-শেফালি-হরমনপ্রীতরা ৷ 7 ওভার বাকি থাকতে 9 উইকেটে ভারতকে হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড (England Beat India by 9 Wickets) ৷ হারের পর হরমনপ্রীত অভিযোগ করেছেন, মাঠ ভেজা থাকা সত্ত্বেও তাঁদের কার্যত বাধ্য করা হয়েছে প্রতিকূল পরিবেশে খেলার জন্য ৷

এদিন টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোনস ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ৷ শুরুটা স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা ভালোই করেছিলেন ৷ কিন্তু, চতুর্থ ওভারের শেষ বলে স্মৃতি আউট হতেই ধস নামে ভারতীয় ইনিংসে ৷ মাঝে রিচা ঘোষ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর সামান্য প্রতিরোধ গড়লেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ এ দিন ভারতের হয়ে সর্বোচ্চ 29 রান করেন দীপ্তি শর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে ভারতীয় মহিলা দল 132 রান তোলে ৷

133 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণে যান ব্রিটিশ ওপেনার সোফিয়া ডাঙ্কলে এবং ড্যানিয়েল ওয়্যাট ৷ দু’জনে 60 রানের পার্টনারশিপ গড়েন প্রথম উইকেটে ৷ ড্যানিয়েল 16 বলে 24 রানে আউট হন ৷ তবে, আরেক ওপেনার ডাঙ্কলে 44 বলে 61 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ তিন নম্বরে নামা অ্যালিস ক্যাপসি 20 বলে অপরাজিত 32 রান করেন ৷

আরও পড়ুন:এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান, বোলিংয়ে আস্থা দু'দলেরই

ভারতীয় বোলারদের মধ্যে একটি মাত্র উইকেট নিয়েছেন স্নেহ রানা ৷ রেণুকা সিং বাদে সকলেই 10 উপরে প্রতি ওভারে রান দিয়েছেন ৷ ফলে মাত্র 13 ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড ৷ তবে, ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালস, আম্পায়ার এবং আইসিসি’র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কর ৷ অভিযোগ করেন, বৃষ্টিতে ভেজা মাঠে তাঁদের একপ্রকার জোর করে খেলতে নামানো হয়েছিল ৷ তার উপর ইংল্যান্ডের আবহাওয়ায় ফ্লাড লাইটের আলোয় প্রতিকূল পরিবেশে খেলতে গিয়ে বেশ কয়েকজন অল্প বিস্তর চোটও পেয়েছেন ৷ ভারতের পরবর্তী ম্যাচ 13 সেপ্টেম্বর, মঙ্গলবার ৷

ABOUT THE AUTHOR

...view details