লন্ডন, 11 সেপ্টেম্বর: ভারতীয় মহিলা দলকে বাধ্য করা হয়েছে ভেজা মাঠে খেলার জন্য ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৷ শনিবার টি20 সিরিজের প্রথম ম্যাচে (INDW vs ENGW T20I) হেলায় ভারতীয় মহিলা দলকে হারায় ইংল্যান্ড ৷ 13 ওভারে 133 রানের টার্গেট তাড়া করেন সোফিয়া ডাঙ্কলেরা ৷ এদিন টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যামি জোনস ৷ প্রথমে ব্যাট করে মাত্র 132 রান তোলেন স্মৃতি-শেফালি-হরমনপ্রীতরা ৷ 7 ওভার বাকি থাকতে 9 উইকেটে ভারতকে হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড (England Beat India by 9 Wickets) ৷ হারের পর হরমনপ্রীত অভিযোগ করেছেন, মাঠ ভেজা থাকা সত্ত্বেও তাঁদের কার্যত বাধ্য করা হয়েছে প্রতিকূল পরিবেশে খেলার জন্য ৷
এদিন টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোনস ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ৷ শুরুটা স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা ভালোই করেছিলেন ৷ কিন্তু, চতুর্থ ওভারের শেষ বলে স্মৃতি আউট হতেই ধস নামে ভারতীয় ইনিংসে ৷ মাঝে রিচা ঘোষ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর সামান্য প্রতিরোধ গড়লেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ এ দিন ভারতের হয়ে সর্বোচ্চ 29 রান করেন দীপ্তি শর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে ভারতীয় মহিলা দল 132 রান তোলে ৷