হায়দরাবাদ, 3 অক্টোবর: বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপের শেষটা দেখে অনেকেই বলেছিলেন 'মধুরেণ সমাপয়েৎ' ৷ কিন্তু বিরাটদের জন্য় বিশ্বকাপের প্রস্তুতিটাও যেমন এমনই ভেস্তে যাবে ইন্দ্রদেবের খামখেয়ালিতে তা কি কেউ জানত? কিন্তু বাস্তবে পরিস্থিতি দাঁড়াল তেমনটাই গা ঘামানোর জন্য় মাঠে নামার সুযোগই পেলেন না রোহিত শর্মা বা বিরাট কোহলিরা ৷ এর আগে গুয়াহাটিতে ব্রিটিশ লাইন-আপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল রোহিতদের ৷ বৃষ্টির জেরে টস করতেও মাঠে নামতে পারেননি দু'পক্ষের অধিনায়করা ৷ এবার তিরুঅনন্তপুরমে এসেও ভাগ্য বদলাল না ৷ ফের ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচ ৷ ডাচদের বিরুদ্ধেও বৃষ্টির জেরে বাতিল করে দিতে হল ম্যাচ ৷
যার জেরে কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই মাঠে নামতে হবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ৷ বলাই বাহুল্য বিপক্ষে যে দলই থাকুক না কেন অনুশীলনের জন্য় ম্যাচের কোনও বিকল্প নেই ৷ তাই ওয়ার্ম আপ ম্যাচগুলি বেশ গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য় ৷ যদিও এর আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া সিরিজে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে মেন ইন ব্লু ৷ কে এল রাহুলকে নিয়ে যে আশঙ্কা ছিল তাও অনেকখানি কমেছে ৷