পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভবিষ্যতেও দু’টি ভারতীয় দল বিদেশ সফর করতে পারে : অরুণ ধুমাল - WTC FINAL 2021

করোনার জেরে বর্তমানে ভারতীয় দলের দু’টি স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যার একটি বর্তমানে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড গিয়েছে ৷ অন্যদিকে, শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন জুনিয়র একটি দল শ্রীলঙ্কায় আগামী মাস থেকে শুরু হতে চলা সীমিত ওভারের ক্রিকেট খেলবে ৷ এই প্রক্রিয়াটি ভবিষ্যতেও কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

indias two squads can travel in different locations in future also says bcci treasurer anrun dhumal
ভবিষ্যতেও দু’টি ভারতীয় দল বিদেশ সফর করতে পারে : অরুণ ধুমাল

By

Published : Jun 16, 2021, 9:27 PM IST

মুম্বই, 16 জুন : আগামী দিনেও দু’টি ভারতীয় দল আলাদা আলাদা সফরে যেতে পারে ৷ তার সম্ভাবনাও রয়েছে ৷ আজ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ করোনা পরিস্থিতিতে বায়ো বাবলের মধ্যে থেকে আগামী দিনে ক্রিকেট আয়োজন করতে হলে দু’টি ভিন্ন দলের থিওরি ফের দেখা যেতে পারে ৷

প্রসঙ্গত, করোনার জেরে বর্তমানে ভারতীয় দলের দুটি স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যার একটি বর্তমানে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড গিয়েছে ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ওই দল জুলাই মাস থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে ৷ অন্যদিকে, শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন জুনিয়র একটি দল শ্রীলঙ্কায় আগামী মাস থেকে শুরু হতে চলা সীমিত ওভারের ক্রিকেট খেলবে ৷ যে দল বর্তমানে মুম্বই-তে কোয়ারেনটিনে রয়েছে ৷

এ নিয়ে বিসিসিআই কোষাধ্যক্ষ জানিয়েছেন, ‘‘খুবই সম্ভাবনা রয়েছে যে ভারতের তরুণদের এই স্কোয়াড আরও একটি সীমিত ওভারের টুর্নামেন্ট খেলতে পারে ৷ যেখানে সিনিয়র ক্রিকেটারদের আরেকটি দল অন্যত্র খেলতে পারে বা বিশ্রামে থাকতে পারে ৷’’ তবে, এই বিষয়টি বেশ পজিটিভ বলে মনে করছেন অরুণ ধুমাল ৷ তিনি জানিয়েছেন, এতে প্রমাণ হয় ভারতের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ৷ এমনকি এর ফলে একাধিক বিদেশ সফরে যেতে পারবে ভারতীয় দল ৷ সেই সঙ্গে করোনা অতিমারির জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলিকে ভারতীয় বোর্ড সাহায্য করতে পারবে বলে জানিয়েছেন বিসিসিআই’র কোষাধ্যক্ষ ৷

আরও পড়ুন : তপ্ত সাউদাম্পটনে অশ্বিন-জাদেজার জোড়া স্পিনের পক্ষে সওয়াল গাভাসকরের

প্রসঙ্গত, ভারত অধিনায়ক বিরাট কোহলিও ক্রিকেটারদের বায়ো বাবলের বাইরে বেরোনোর পক্ষে সওয়াল করেছিলেন ৷ কারণ ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এক মাসের বেশি সময় ভারতীয় ক্রিকেটাররা সেদেশে থাকবেন ৷ সেই সময় কোনও ম্যাচ থাকবে না ৷ ফলে, ওই দীর্ঘ সময় বায়ো বাবলের বিধিনিষেধে থাকলে ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন ৷ সেই কারণে ক্রিকেটারদের স্বার্থেও একই সময়ে দু’টি দল তৈরি করে টুর্নামেন্ট খেলানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করছে বিসিসিআই ৷

ABOUT THE AUTHOR

...view details