কলকাতা, 9 জানুয়ারি: 9 ফেব্রুয়ারি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে 4 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ 2018-19 থেকে 2020-21 পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির 2টি সিরিজে ভারত অপরাজিত রয়েছে (Indias First Border-Gavaskar Trophy Triumph at Australia in 2019) ৷ আর দু’টি সিরিজই অজিদের ঘরের মাঠে এসেছে ৷ আর 2018-19 সালের বর্ডার-গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়ার মাঠে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় ছিল ৷ যেখানে বিরাট কোহলির নেতৃত্বে তরুণ ভারতীয় দল অজিদের 2-1 ফলাফলে সিরিজ হারিয়েছিল ৷
অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত জয় দিয়ে শুরু করেছিল ৷ ভারতের সেই জয়ের কান্ডারি ছিলেন চেতেশ্বর পূজারা ৷
অ্যাডিলেড টেস্ট ‘পূজারা শো’
অ্যাডিলেডে প্রথম টেস্টে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ভারতের জয়ে প্রধান কারিগরের ভূমিকা নিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে তাঁর 123 রানের ইনিংসে ভর করে ভারত 250 রান তোলে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 15 রানের লিড নেয় ভারত ৷ দ্বিতীয় ইনিংসে পূজারা অর্ধ শতরান করেন ৷ সেই সময় ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কর রাহানেও দুর্দান্ত ব্যাটিং করেন ৷ সব মিলিয়ে ভারত 323 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে ৷ যে রান মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ডিফেন্ড করে ভারত ৷ 31 রানে ভারত অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতে ৷
পার্থ টেস্টে অধিনায়ক কোহলির সেঞ্চুরি
প্রথম টেস্টে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন ৷ তাঁর 123 রানের ইনিংসে ভারত দ্বিতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় ৷ তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সুবিধে করতে পারেনি ভারত ৷ যার ফলে সফরকারী ভারতীয় দলকে পার্থ টেস্ট হারতে হয় ৷ এবং অস্ট্রেলিয়া সিরিজ 1-1 করে দেয় ৷
পার্থে নাথন লেয়নের স্পিনের জাল
বর্ডার-গাভাসকর সিরিজে ভারত অ্যাডিলেড টেস্ট জিতে পার্থে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ৷ প্রথম ম্যাচ দুরন্ত জয়ের পর, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা আরও আশাবাদী হয়ে ওঠেন ৷ কিন্তু, পার্থের বাউন্সে ভরা উইকেটে পেসারদের বদলে দাপট দেখান নাথন লেয়ন ৷ প্রথম ইনিংসে 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ভারতকে প্রায় একার হাতে ম্যাচ থেকে দূরে করে দেন লেয়ন ৷ তিনি ম্যাচে 106 রান দিয়ে 8 উইকেট নেন ৷ আর ভারত 146 রানে ম্যাচ হারে ৷